পত্রিকা প্রতিনিধিঃ ভোটের মুখে আবারও উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুর জেলার এগরা। আর এই পরিস্থিতিতে খালের পাশের ঝোপ থেকে উদ্ধার হল বেশ কয়েকটি তাজাবোমা। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চলের হুড়কুচিয়া এলাকায়। আর বোমা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, এদিন দুপুরে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাত থেকে বোমাবাজি শুরু এলাকায়। তবে শনিবার সকালে ওই এলাকার খালের পাশের একটি ঝোপে একটি তাজাবোমা পড়ে থাকতে দেখেন এলাকায় স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনার জানাজানি হতেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন এলাকার প্রত্যেকেই। তবে ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় এগরা থানায়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এগরা থানার বিশাল পুলিশ। তারপর ঝোপ থেকে বেশকয়েকটি তাজাবোমা উদ্ধার করে পুলিশ।
তবে এই ঘটনার জেরে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। এলাকায় বিজেপি নেতৃত্বরা পুরোপুরি অভিযোগের তীর তুলেছেন এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এবিষয়ে কাঁথি সংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ” দীর্ঘদিন ধরে তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। রাতে অন্ধকারে বিজেপি কর্মী ও এলাকার সাধারণ মানুষের বাড়ি লক্ষ করে বোমাবাজি করেছে। এমনকি বিজেপি কর্মীদের মিথ্যা মামলার ফাঁসাচ্ছে।” এই নির্বাচনে সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে।
যদিও বিজেপির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এলাকায় তৃণমূল নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল কংগ্রেস কো-অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, “বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বোমা মজুত করে রেখেছিল। মানুষকে ভয় দেখানো চেষ্টা করেছে ওরা। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়। পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য প্রকাশ পাবে।”
এবিষয়ে এগরা থানার আইসি বিশ্বজিৎ মুখ্যার্জি বলেন, ওই এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ঝোপ থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাটিকে নিস্ক্রিয় করা হয়েছে।