পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচন ঘোষণার পর চালু হয়েছে আদর্শ আচরণবিধি। আর সেই পরিস্থিতিতে জাতীয় সড়কে কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি চলাকালীন ৩ জন ব্যবসায়ীর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। সোমবার ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে নাকা তল্লাশি চালাচ্ছিল খড়গপুর টাউন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঠিক সেই সময় শহরের কৌশল্যা এলাকায় তল্লাশি চলাকালীন ৩ ব্যবসায়ীর থেকে ৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই ৩ ব্যবসায়ীর মধ্যে রয়েছেন দাঁতনের ২ ইট ব্যবসায়ী এবং রেলের এক ঠিকাদার রয়েছে। ব্যবসায়ীদের দাবি , ওই টাকা তারা ভূমি রাজস্ব দফতরের রয়্যালটি। আর সেই টাকা জমা দেওয়ার উদ্দেশ্যেই তা নিয়ে যাওয়া হচ্ছিল বলেও দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই টাকার জন্য ব্যবসায়ীদের থেকে উপযুক্ত নথিও চাওয়া হয়েছে। তার কিছু দিনের মধ্যেই রাজ্যে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করার ঘটনা ঘটল।