পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমনি সমুদ্র সৈকতে ভেসে এল মৃত তিমির শাবক। আর সেই মৃত তিমির শাবককে দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল সন্ধ্যায় সমুদ্রে একটি তিমির শাবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা । এরপর তারা তিমির শাবকটিকে জল থেকে ডাঙায় তুলে বন দফতরে খবর দেয় । এরপর বন দফতরের কর্মীরা এসে তিমির শাবকটিকে উদ্ধার করে মাটিতে পুঁতে দেয় বলে জানা যাচ্ছে।
এবিষয়ে কাঁথি রেঞ্জের আধিকারিক প্রবীর কুমার সেন বলেন , মান্দারমনিতে তিমির শাবককের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিমির শাবকটিকে উদ্ধার করে মাটিতে পুঁতে দিয়েছে। তবে এই তিমির শাবকরা ইরাওতী ডলফিন নামে পরিচিত। মৃত তিমির শাবকটি লম্বায় সাড়ে ৬ ফুট ।এরা দলবদ্ধ ভাবে গভীর সমুদ্রে ঘোরাঘুরি করে। কোনো ভাবে দলছুট হওয়ার কারনে এমনই ঘটনা।