Inauguration of CM
আরও পড়ুন ঃ-মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন জঙ্গলে নিষেধ সত্ত্বেও আগুণ লাগানোয় বাস্তুতন্ত্রের ক্ষতি, ক্ষুব্দ বনদফতর
পত্রিকা প্রতিনিধি: জেলাতে এই প্রথম গ্রামীণ এলাকায় দমকল বসানো হল । বুধবার পুরুলিয়ার এক সভা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বনাইয়ে দমকল স্টেশনের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক এই শিলান্যাসে উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, সাংসদ মানস ভূ্ঞ্যা, বিধায়ক গীতা ভূঞ্যা, দমকল বিভাগের আধিকারিকরা প্রমুখরা।
সবং, ডেবরা, পিংলা প্রভৃতি এলাকার কোথাও আগুণ লাগলে মেদিনীপুর বা খড়গপুর থেকে এতদিন দমকল বাহিনী গিয়ে আগুন নেভাতে যেতেই অনেক ক্ষতি হয়ে যেত। এবার সবং থেকেই সব নিয়ন্ত্রণ হলে অতি দ্রুত আগুন নেভানো সম্ভব হবে। প্রত্যন্ত গ্রামে দমকল স্টেশন হওয়ায় খুশি এলাকার মানুষজন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Inauguration of CM
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore