Clash centered on flag hoisting
আরও পড়ুন ঃ-শোভাযাত্রার উচ্ছ্বাসে শবযাত্রা, ১২০ বছর বয়সি দিদার শেষযাত্রায় উদ্দাম নাচ নাতি-নাতনিদের
পত্রিকা প্রতিনিধি: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তাপ। রাজনৈতিক অশান্তিও লেগেই রয়েছে। এই আবহে বিজেপির দলীয় পতাকা টাঙানো’কে কেন্দ্র করে বিজেপি -তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত কাঁথি।উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলিতে রবিবার ওই এলাকায় বিজেপি কর্মীরা বিজেপির দলীয় পতাকা টাঙাতে গেলে তাদের পতাকা টাঙাতে বাধা দেয় তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ।আর এই ঘটনার পর বিজেপি কর্মীদের লক্ষ্য করে বাঁশ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়।আর এই ঘটনার আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এবিষয়ে কাঁথি ৩ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দদুলাল মাইতি বলেন , বিজেপির এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।আর এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো দলীয় কর্মী যুক্ত নয়।বিজেপি দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দিচ্ছিলেন।আর সেই ঘটনা প্রতিহত করতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছে।কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন ,ভাজাচাউলি এলাকায় বিজেপির দলীয় কর্মীরা দলীয় পতাকা টাঙাতে গেলে প্রায় ৭ জন বিজেপির কর্মীদের উপর তৃণমূলের হার্মাদ কর্মীরা তাদের উপর অত্যাচার করছে ও তাদের মারধর করছে।তাই তৃণমূলের নেতাদের বলি তোমার যাওয়ার দিন এসে গিয়েছে। তাই যাওয়ার আগে নক দাঁত বের করাও না।তাছাড়া তৃণমূলের হার্মাদ কর্মীরা শুধরে যান। নাহলে পরবর্তী দিনে এমন শুধরে দেবে যা উপরে গিয়েও কোনো শান্তি পাবেন না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Clash centered on flag hoisting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore