Organizational meeting in Belda
আরও পড়ুন ঃ-নিষেধ সত্বেও সমস্ত পিকনিক স্পটে পড়ে থাকছে ব্যবহৃত থার্মোকলের থালা-বাটি, উচ্ছিষ্টাংশ, ঘটছে দুষণ
পত্রিকা প্রতিনিধি: নির্বাচন যতই এগিয়ে আসছে নিজেদের শক্তি বৃদ্ধিতে নেমেছে গেরুয়া দল।এবার দলের কর্মীদের সক্রিয় করতে আসরে বিজেপি।নতুন বছরের শুরুতে নির্বাচনের আগে কর্মীদের নিয়ে বিশেষ আলোচনায় বিজেপি দল।বেলদার একটি গেস্ট হাউসে বিশেষ সাংগঠনিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।সাংগঠনিক বৈঠক শেষে কেশিয়াড়ি বিধানসভার কলাবনী এলাকায় একটি দলীয় কার্যালয় এবং গ্রামীন মেলার উদ্বোধন করেন দিলিপ ঘোষ।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-“সামনে নির্বাচন আসছে,ভোটের আগে বিভিন্ন বিধানসভা অনুযায়ী কমিটি হয়েছে।সেই কমিটির কাজ নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।তারই প্রস্তুতি বৈঠক আজ ছিল।”
অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের পর দু বছরের ও বেশি সময় পরও গঠন হয়নি কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি।সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দু পক্ষের টানাপোড়েন ছিল চরমে।সে প্রসঙ্গে দিলিপ ঘোষ বলেন-“আগামী সরকার আসবে তার আগে হবে না।যদি তৃণমূল বোর্ড গঠন করবে তো করছে না কেন?দিদি বলেছিলেন ৪২ টা সিট পাবেন আবার ক্ষমতায় আসবেন।এসব গল্প বাংলার মানুষ বিশ্বাস করেনা।রাজনীতি করতে এসে গনতন্ত্রের গলা টিপে দিয়েছেন।”
বৈঠক শেষে কেশিয়াড়ি গ্রামীন মেলার উদ্বোধন করেন দিলিপ ঘোষ।মেলার মঞ্চ থেকে শীতের কম্বল সহ বেশ কয়েকটি মানপত্র তুলে দেন তিনি।পাশাপাশি বাংলার কৃষি ও কৃষিজাত দ্রব্য নিয়ে প্রদর্শনীর কথাও বলেন তিনি।এছাড়া মেলা কেন্দ্রীক গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরেন সাংসদ।অপরদিকে কেশিয়াড়ি এলাকার কলাবনী বুথের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন দিলিপ ঘোষ।এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়েরও দ্রত আরোগ্য কামনা করেছেন তিনি॥
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Organizational meeting in Belda
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore