Shuvendu left for the assembly
আরও পড়ুন ঃ-‘শুভেন্দু বিজেপির এজেন্ট’, মন্তব্য হলদিয়া শহর তৃণমূল যুব সভাপতি আজগরের
শুভম সিং : ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করার পরেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল শুভেন্দুকে।আর এই ঘটনার কথা জানাজানি হতেই প্রাক্তন মন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে ভিড় জমান এলাকার বাসিন্দারা। তবে পুলিশ তাঁদের হটিয়ে দেয়। এদিন বেলা ১১ টা নাগাদ ৩টি গাড়ির কনভয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার উদ্দেশ্য রওনা দেন পাশাপাশি আজ বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে।
সূত্রে খবর, শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভা। সেই সভা থেকেই রাজনীতিতে তিনি নয়া ইনিংস শুরু করতে পারেন। সেখানেই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে দেখা যাবে। তাছাড়া শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর শুক্রবার রাতে বা শনিবারের সভায় বিজেপি’তে যোগদানের পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয় ঘিরে থাকবে নন্দীগ্রামের সদ্য প্রাক্তন বিধায়ককে।গত ২৭ নভেম্বর রাজ্য মন্ত্রীসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। ১৬ ডিসেম্বর বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপর ১৭ ডিসেম্বর ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে।
উল্লেখ্য,শুভেন্দু অধিকারী ভিন রাজ্যে গেলেও তিনি পাবেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।সেই মতো সোমবার সকালে তাঁর বাড়িতে হাজির হন নিরাপত্তা কর্মীরা৷ এখন থেকে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকবেন শুভেন্দু। সবসময়ের জন্য ১০ জন কমান্ডো তাঁকে ঘিরে থাকবে। ২৪ ঘণ্টা তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন থাকবেন ৩০ জন আধা সেনা জওয়ান। এছাড়া বুলেটপ্রুফ গাড়িও পান তিনি৷
তাছাড়া মাওবাদীদের হুমকি রয়েছে। সেই কারণেই রাজ্যের তরফে শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে জেড ক্যাটাগরির নিরাপত্তা। তিনি নিরাপত্তারক্ষীদের ছেড়ে দিয়েছিলেন। যদিও রাজ্যসরকার শুভেন্দু অধিকারীর নিরাপত্তার কথা ভেবে তার নিরাপত্তা বহাল রেখেছিল। কেন্দ্রীয় সরকার তাকে আগেই কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করতে বলেছিল। কিন্তু বিধায়ক পদ ও দল না ছেড়ে সেই নিরাপত্তা নিতে নীতিগত ভাবে তিনি রাজি হননি। এবার আর সেই নিরাপত্তা নিতে আর কোনও বাধা রইল না বলেই জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ মহলের সদস্যরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Shuvendu left for the assembly
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore