পত্রিকা প্রতিনিধি: আবারও জাতীয় সড়কে পথ দূর্ঘটনা।জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হলেন এক সেনা জওয়ান।ঘটনা বেলদা থানার বাখরাবাদ স্কুল মোড়ের।শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।জানা গিয়েছে ওই জওয়ানের সাথে বাইকে ছিলেন তার স্ত্রী ও এক শিশু কন্যা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে নারায়ণগড়ের দিক থেকে বেলদার খাকুড়দার তারিয়াপুঞ্জি এলাকায় বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। বাখরাবাদ স্কুল মোড়ের কাছে একই লেনে উল্টো দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। মাথায় গুরুতর আঘাত পান সেনা জওয়ান সান্তনু ভুঁইয়া। তাকে ৬০ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ও মেয়েকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ , নিয়ম না মেনে মাটি বোঝাই ট্রাক্টরটি দ্রুত গতিতে ভুল রাস্তায় যাচ্ছিল। ফলে মোটর বাইকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। উল্টে পড়ে যান তিনজন। মাথায় গুরুতর চোট পান সান্তনু। বাকিদের আঘাত গুরুতর নয়।প্রসঙ্গত দিন কয়েক আগে একইভাবে মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন দুই যুবক।ফের জাতীয় সড়কে দূর্ঘটনা চাঞ্চল্য দেখা গেছে। বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইক ও ট্রাক্টরটি আটক করেছে। ট্রাক্টরের চালক পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।