Bombing at Trinamool office
আরও পড়ুন ঃ-কাঁথিতে শুভেন্দুর সহায়তা কেন্দ্র, গেরুয়া রং নিয়ে জল্পনা তুঙ্গে
পত্রিকা প্রতিনিধি: ২১ নির্বাচন এগিয়ে আসতেই জমি দখল কে কেন্দ্র করে শাসক দল তৃনমূলের সাথে বিরোধী দলের তৃনমুলের সংঘাত তীব্র হচ্ছে।এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের বরহাট অঞ্চলের কাটরংকা গ্রামে তৃনমূলের পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙচুর করা হয় ।শাসক দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে এলাকায় উত্তেজনা তৈরী করার প্রচেষ্টা চালাছে।জানা গেছে তৃনমূল কার্যালয়ে এই হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে।পটাশপুর ১ নম্বর ব্লকের বরহাট অঞ্চলের তৃণমূল কর্মীদের অভিযোগ গতকাল রাতে বিজেপি আশ্রিত কয়েক জন দুষ্কৃতী এসে আচমকা পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় ও তৃনমূল কার্যালয়ের সামনে বোমাবাজি করে। এমনকি হামলাকারিরা পার্টি অফিসের ভেতরে থাকা টিভি নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ তৃনমূলের।সেই সাথে পার্টি অফিসের ভেতরে থাকা আলমারি ভেঙ্গে সেখান থেকে নগদ কুড়ি হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।একই সাথে তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জীর ছবি এবং দলের পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়।যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পটাশপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ পন্ডা বলেন,গভীর রাতে বিজেপির দলীয় কর্মীরা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করেছে।তারপর ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।তাছাড়া বিজেপিতে বহু উৎশৃংখল ভরা কর্মী রয়েছে। তারা আমাদের ভয় পাওয়ানোর জন্য রাতের অন্ধকারে এই সমস্ত কাজ করছে। তাছাড়া আমরা এইসব নিয়ে ভয় পাইনি আর কোনদিন ভয় পাব না ।দলীয় কার্যালয় হচ্ছে ” মা “। আর সেই মায়ের ওপর আমরা আঘাত করতে পারব না। তাছাড়া বিজেপি এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝাচ্ছে।
এবিষয়ে পটাশপুর ১ ব্লকের বিজেপি দেবম পাল বলেন, গতকাল রাতে তৃণমূলের কর্মীরা তাদের পার্টি অফিসের মধ্যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল ।আর তারপর সেখানে একই সাথে মদ্যপানের আসর বসে ।বিজেপির দাবি, মদ পান করে তৃনমূলীরা নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে।পরে আসল ঘটনা থেকে নজর ঘোরাতে মিথ্যা অভিযোগ করে বিজেপির উপর দায় চাপাচ্ছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে।
এর মধ্যে বিজেপি কোনোভাবেই জড়িত নয়।তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।তবে ইতিমধ্যে আমরা থানা থেকে আমাদের একজন দলীয় কর্মীকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে।তবে বাকি ২জনকে আদালতে তোলা হয়েছে ।তাছাড়া সাধারণ মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের এই অপপ্রচার ।তাই সাধারণ মানুষ সঠিক সময়ে তার জবাব দেবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombing at Trinamool office
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore