Stoppage claim
আরও পড়ুন ঃ-মহিলার মৃত্যু নিয়ে ধুন্ধুমার কাঁথি এলাকায়, পথ অবরোধ
পত্রিকা প্রতিনিধি: দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল না শুরু হওয়ার প্রতিবাদে সোমবার সরডিহা স্টেশনে রেল অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। টাটা – হাওড়া স্টিল সুপারফাস্ট এক্সপ্রেসের স্টপেজ থাকছে না সরডিহা স্টেশনে। এই কারণেই সোমবার সকালে রেললাইনে বসে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এই অবরোধের জেরে আটকে পড়ে স্টিল এক্সপ্রেস ও জনশতাব্দী এক্সপ্রেস। বিক্ষোভকারীদের অভিযোগ দক্ষিণপূর্ব শাখায় ট্রেন চলাচল বন্ধ। একটি স্পেশাল ট্রেন চলে সারাদিনে। সেটা সরডিহা স্টেশনে দাঁড়ায় না। অথচ আগে দাঁড়াতো। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে এলাকার মানুষজনকে। যতক্ষণ না এর সমাধান হবে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন বলে দাবি আন্দোলনকারীদের।
স্টপেজ বন্ধ করা হচ্ছে জানতে পেরেই গত মঙ্গলবার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু তাতে কাজ না হওয়ায় অবরোধে বসেন সেখানকার যাত্রীরা। অবরোধের পর রেল দফতরের আধিকারিকরা আসেন। স্টেশন ম্যানেজার আধিকারিকদের জানান, তাঁদের সমস্যার কথা রেল কতৃপক্ষকে জানানো হয়েছে।এই আশ্বসের পর সকাল সাড়ে ১০ টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Stoppage claim
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore