The late Mrigen Maity
আরও পড়ুন ঃ-মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগেই শুভেন্দুর পোস্টার মেদিনীপুর শহর জুড়ে
পত্রিকা প্রতিনিধি: চলে গেলেন মেদিনীপুর বিধানসভার দুইবারের (২০১১ ও ২০১৬ সাল)বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ মাইতি। মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাছাড়া মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। আজ সোমবার কলকাতার এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক। বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।গত কয়েকদিন ধরেই প্রবীণ এই বিধায়কের অবস্থা সঙ্কটজনক ছিল।
গত রবিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকেই মৃগেন মাইতির শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই রাত ১০ টা নাগাদ হঠাৎ করে তাঁর মৃত্যুর খবর চাউর হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তা দলীয় নেতা থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু পরক্ষণেই জানা যায় তিনি মারা যাননি, ‘ভেন্টিলেশনে’ রয়েছেন,অবস্থা সঙ্কটজনক হলেও মারা যান নি।
আজ সোমবার (৭ ডিসেম্বর) মেদিনীপুরের প্রকাশ্য সভা চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃগেনদা গুরুতর অসুস্থ, আমার মন তার কাছেই পড়ে রয়েছে।মৃগেনদার মতো নেতা আর তৈরী হবে না।” সভা শেষ করেই তিনি সরাসরি চলে যান মেদিনীপুর শহরের সিপাইবাজারের মৃগেন্দ্রনাথ মাইতির আবাসনে।সেখানে তিনি জানান, প্রয়াত হয়েছেন প্রবীণ বর্ষীয়ান এই বিধায়ক।বাড়িতে এসে মৃগেনের স্ত্রী সুজাতা মাইতির সাথে কথা বলেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি জানান সমবেদনা। মিনিট দশেক সেখানে থাকার পর পরিবারের সদস্যদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী।মৃগেনের মরদেহ কলকাতা থেকে নিয়ে আসার জন্য ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
The late Mrigen Maity
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore