Indigenous blockade
আরও পড়ুন ঃ–শিল্প শহরে “দুয়ারে সরকার” শিবিরে করোণা পরীক্ষা
পত্রিকা প্রতিনিধি: আদিবাসী সেঙ্গেল অভিযান, ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে রবিবার সরকারের নিকট পাঁচ দফা দাবীতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিন সকাল ১০ টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী ৬ নং জাতীয় সড়ক অবরোধ ও খেমাশুলিতে ট্রেন আটকে রাখা হয়। এই কর্মসূচি আজ এই রাজ্যের পাশাপাশি আরও চার রাজ্যে তথা ঝাড়খণ্ড, বিহার, ওড়িষ্যা ও আসামে সংঘটিত হচ্ছে সালখান মুর্মুর নেতৃত্বে।
মূল দাবী হিসেবে সরকারের সামনে রাখা হয়, ২০২০ এর মধ্যে সারনা ধর্মের পৃথক কলাম কোড লাগু করতে হবে এছাড়া আরও ৪টি দাবী লিখিত ভাবে দেওয়া হয়। অবশেষে যাত্রী সুবিধার্তে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় এবং আদিবাসী সেঙ্গেল অভিযান, ঝাড়গ্রাম জেলা শাখার প্রেসিডেন্ট সঞ্জয় হেমব্রম জানান যদি সরকার এই সমস্ত দাবির উপর হস্তক্ষেপ না করে তাহলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Indigenous blockade
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore