Pranab resigns from the post of mentor
আরও পড়ুন ঃ-দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন
পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর পুরসভার প্রশাসক থেকে সরিয়ে দেওয়ার পরেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন মেদিনীপুর পুরসভার প্রাক্তন পৌরপিতা প্রণব বসু। পুরসভার প্রশাসক বোর্ড থেকে সরিয়ে দেওয়ার পরই আদালতের দারস্থ হন প্রণব বাবু। কেন তাকে পুর প্রশাসক বোর্ড থেকে সরানো হল তা জানতে চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি।
মঙ্গলবার একটি গাড়িতে করে জেলা পরিষদে পৌঁছান প্রণব। তবে সভাধিপতি বা জেলা পরিষদের সচিবের সাথে দেখা না করেই সোজা চলে যান আধিকারিকের চেম্বারে। সেখানেই তিনি তাঁর ইস্তফা পত্র জমা দেন। কিছুদিন পরেই (৭ ডিসেম্বর)শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা তাঁর আগেই নিজে থেকে জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা পত্র জমা দেন তিনি।
প্রণব জানান , “যেহেতু পুরসভা থেকে কোনও কিছু না জানিয়েই আমাকে সরানো হয়েছে, তাই জেলা পরিষদের মেন্টর পদ থেকেও যে কোনও মুহূর্তে সরিয়ে দেওয়া হতে পারে। তাই অপমানিত না হতে চেয়ে নিজের থেকে ইস্তফাপত্র জমা দিয়েছি।”
এই ঘটনাকে ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? ‘আত্মসম্মান’ বজায় রাখতেই ওই পদ থেকে সরলেন প্রণব। শুভেন্দু অধিকারীর অনুগামী ও ঘনিষ্ঠ হওয়ার কারণেই যে তাঁকে সরতে হয়েছে সে বিষয় স্পষ্ট। প্রণব জানান,‘‘শুভেন্দু অধিকারী এখনও দলে রয়েছেন। মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ঠিকই কিন্তু দলের একজন কর্মী হিসেবে রয়েছেন। যেহেতু তিনি দলের কর্মী। তিনি যতক্ষণ পর্যন্ত দল না ছাড়ছেন বা দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না ততক্ষন পর্যন্ত তাঁকে নেতা হিসেবে মেনে চলব। যেদিন তিনি অন্য কোথাও যাবেন তখন সেটা সেই সময় ভাবার বিষয়।’’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Pranab resigns from the post of mentor
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore