পত্রিকা প্রতিনিধি: গাছের ভিতর থেকে বের হচ্ছে আগুনের ফুলকি।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মহিষগোড় গ্রামে। আর এই আগুন দেখে গ্রামের মানুষরা রীতিমতোআতঙ্কিত হয়ে পড়লেন গ্রাম বাসিন্দারা। কি ভাবে এই আগুন লাগল দেখার জন্য গ্রামবাসীরা ওই গাছটির কাছে ছুটে আসে প্রথমে তারা নিজেরাই আগুন নেভাতে আগ্রহী হয়। কিন্তু আগুন কোন ভাবেই নিভানো সম্ভব হয়নি। Kolaghat News, Kolaghat News, Kolaghat News, mohisgorh, purba medinipur, bengal news, latset bengali news
আজকের পত্রিকা- ২ নভেম্বর ২০২০, বাং- ১৬ কার্ত্তিক ১৪২৭
এই দৃশ্য দেখার পর খবর দেওয়া হয় কোলাঘাট থানার। কোলাঘাট থানার পুলিশ এবং কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে একটি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী তরফে জানা যায় পশু শিকার করার সময় গাছে আগুন ব্যবহার করেছিল পশু শিকারকারীরা।সেই আগুন কোনক্রমে শুকনো গাছের আগুন লেগে যায়। তা থেকেই আগুন ছড়ায় বলে জানান এলাকাবাসী ও দমকল। তবে কোনো বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে ধারণা গ্রামবাসীরা।কারণ যেখানে আগুন লাগে তার পাশেই জনবসতি ছিল। এখানে কোন বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলে ধারণা এলাকাবাসী। দমকল বাহিনীর এক আধিকারিক বলেন-“কোলাঘাট থানা থেকে আমাদের খবর দেওয়া হয় ।তৎক্ষনাতই আমরা ছুটে আসি আমাদের একটি ইঞ্জিন এর দ্বারা গাছটিকে গাছটির আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে আমাদের ধারণা কোন পশু শিকারকারী পশু শিকারের জন্য এই আগুন ব্যবহার করেছিল। সেই আগুন থেকে এই গাছে আগুন লেগে যায় বলে আমাদের প্রাথমিক অনুমান।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi