পত্রিকা প্রতিনিধি: নির্বাচনের আগে ফের শক্তি দেখিয়ে বেলদাতে মিছিল তৃণমূলের।তৃণমূলের যুব সংগঠনের পক্ষ থেকে বেলদাতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে এবং হাথরাসের ঘটনার ধিক্কার জানিয়ে মিছিল হয় মঙ্গলবার।বিধায়ক-ব্লক সভাপতির পর বেলদাতে ফের শক্তি দেখিয়ে মিছিল শাসক দলের।হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পথে হাটেন নারায়ণগড় ব্লক তৃণমূল যুব সংগঠনের প্রায় দশ হাজারেরও বেশি কর্মী সমর্থক।বেলদার কালিমন্দির থেকে মিছিল সংগঠিত করে বেলদার দীঘাগামী বাইপাশ পর্যন্ত মিছিল সংগঠিত হয়।মিছিল শেষে পথসভা হয় বেলদাতে। Belda TMC, Belda TMC, Belda TMC, Paschim Medinipur news, Biplabi sabyasachi news, Belda news
আরো পড়ুন- নিম্ম মানের ছোলা দেওয়ায় পাঁশকুড়ায় সিল করা হল কিষানমান্ডি গোডাউন
তৃণমূলের যুব সংগঠন যুবশক্তি’র প্রায় হাজার সদস্য এদিন মিছিলে পা মেলায়।হাতে অভিষেকের ছবি নিয়ে মিছিল হয়।যার পূরভাগে নেতৃত্ব দেন তৃণমূল নেতৃত্ব সূর্য অট্ট।ছিলেন জেলা যুব নেতৃত্ব নির্মাল্য চক্রবর্তী,রাধাকান্ত দাঁ,সুভাষ রায় চৌধুরি সহ অন্যান্যরা।তবে এদিন প্রকাশ্য মঞ্চ কিংবা মিছিল থেকে শুভেন্দু অধিকারীর নাম গন্ধ পাওয়া যায়নি।প্রসঙ্গত দলে বেশ কয়েকমাস নিষ্ক্রিয় রাজ্যের মন্ত্রী তথা অন্যতম তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারী।তবে কি এই মিছিল থেকে তারই নিষ্ক্রিয়তার প্রমান।
আরো পড়ুন- করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি
পাশাপাশি এদিনের এই মিছিল থেকে বেলদা ১ অঞ্চলের বিজেপির বেংদা বুথের সভাপতি সহ প্রায় দুশ জন যোগ দেয় তৃণমূলে।তাদের হাতে পতাকা তুলে দেন সূর্য অট্ট।বিজেপির মন্ডল সভাপতির উপর ক্ষুব্ধ হয়ে সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নেতৃত্বদের।তবে ভোটের আগে ফের শক্তি দেখিয়ে মিছিল বেলদায়।সূর্য বলেন-“বাইরের লোক এসে নারায়নগড়কে শাসন করবে,এখান থেকে রসদ নিয়ে যাবে তা হবে না।দলের কর্মীরাই তাই তার বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে।”তবে করোনা আবহে প্রায় দশ হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থকের মিছিল নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা গেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi