পত্রিকা প্রতিনিধি : সারা বাংলা প্রতিবাদ দিবসে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করল এনআরসি বিরোধী নাগরিক কমিটি। সোমবার মিছিল শহর পরিক্রমা করে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সম্মুখে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, কমিটির জেলা সম্পাদক দীপক পাত্র। উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক মজাহার আলি, মানিক পড়িয়া, ভবানী চক্রবর্তী, সিদ্ধার্থ সংকর ঘাঁটা সহ অন্যান্যরা। দাবি তোলে, এনআরসি, সিএএ বাতিল, এই আন্দোলনের নেতা কর্মীদের উপর রাষ্ট্রীয় আক্রমণ বন্ধ, গ্রেপ্তার হওয়া সমস্ত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। Medinipur NRC, Medinipur NRC, Medinipur NRC
আরো পড়ুন- মেদিনীপুর শহরের নেপালি পাড়ায় উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার
দীপক বাবু জানান, সারা রাজ্যের সাথে আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ছাড়াও খড়গপুরের তালবাগিচা, বেলদা, নারায়নগড়, দশগ্রাম, পিংলা, ডেবরা, তেমাথানি, গড়বেতা সহ ২০ টি জায়গায় প্রতিবাদের নানান কর্মসূচি সংগঠিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সেই সঙ্গে সিএএ বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট গণ মেল কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার একটার পর একটা চরম অগণতান্ত্রিক আইন লাগু করছে, দেশ ও দেশের সম্পদ বিক্রি করছে, সর্বগ্রাসী এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে তার জন্য অনাগরিক করা ও বিভাজনের ঘৃণ্য ষড়যন্ত্র এনআরসি প্রক্রিয়া চালানোর প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার। আর এনআরসি বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের গ্রেফতার করছে।” এই সকল আক্রমণের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলন চলবে বলে জানান জেলা সভাপতি অতীন্দ্রনাথ বেরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi