শুভম সিং: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন।তারপর বাঙালী মেতে উঠবে শারদীয়া ও দীপাবলির উৎসবে।আর তার আগেই অবৈধ শব্দবাজি তৈরির কারখানায় পুলিশ হানা দিয়ে উদ্ধার করল লক্ষাধিক টাকার বোমা ও এক কুন্টাইল মসলা। পাশাপাশি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খড়িকা পাটনা এলাকায়। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। Patashpur news, Patashpur news, Patashpur news
আরও পড়ুন- করোনা আবহে একাধিক রদবদল ২৪৫ বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোয়
জানা গিয়েছে,দীর্ঘদিন ধরে বাড়িতে অবৈধভাবে বাজি কারখানা চালাচ্ছিলেন গৌরীশঙ্কর৷ তাই গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার পুলিশের তদন্তকারী দল হানা দেয়।এরপর তার বাড়ি থেকে লক্ষাধিক টাকায় বাজি তৈরি মশলা সহ অভিযুক্তকে গ্রেফতার করে।তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে শব্দবাজি ও রং মশালের সঙ্গে গোপনে বোমা তৈরি হলেও হতে পারে।আর ভোটের আগে সেই বোমাকে রাজনৈতিক সংঘর্ষ ব্যবহার করা যেতে পারে বলে সন্দেহ এলাকাবাসীর।
আরও পড়ুন- ‘সব তো দিয়েছি, এবার আপনারা কিছু দিন’ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মন্তব্য মমতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন খড়িকা পাটনা এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধ বাজি তৈরীর খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে গৌরীশঙ্কর বেরা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি।পাশাপাশি ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার বোমা ও বোমা তৈরির মসলা উদ্ধার করা হয়েছে। তবে পটাশপুর এলাকায় পরবর্তী দিনে অবৈধ বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasach