পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের ৩০ সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী (আর.টি.পি.সি.আর.-১১৬জন, অ্যন্টিজেন-৫২ জন ও ট্রুনেট- ১০ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭৮ জন।
মেদিনীপুর শহর ও শহরতলিতে আর.টি.পি.সি.আরের রিপোর্টে করোনায় আক্রান্ত মাত্র ১৩ জন।যা পূর্বের আক্রান্তের তুলনায় অনেকাংশেই কম।শহরের রাঙামাটি সংলগ্ন সূর্যনগরের এক মাঝ বয়স্ক (৪০) ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও মিয়াবাজার (প্রৌঢ়-৬৫), রবীন্দ্রনগর (পুরুষ-৩৬), অরবিন্দনগর (যুবক-২৭), ক্ষুদিরামনগর (যুবক-৩১), ইন্দ্রপল্লী (পুরুষ-৪৫) ও মেদিনীপির সদরের চাঁদড়া ,জামধারা, বাগডুবি (একই পরিবারের ২ জন) ও দাদরাসোল এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে। Corona, Corona news , corona news ,corona news, covid-19, covid-19, coronavirus in midnapore, medinipur news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news
আরও পড়ুন- দীর্ঘ ১১ বছর মামলা চলার পর প্রৌঢ়া খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের
রেলশহর খড়্গপুর ও শহরতলিতে আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪০ জন।আই আই টি ক্যাম্পাসে ২জন, হিজলী কো অপারেটিভ ও সি আর নগরের ২জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।নিমপুরায় একই পরিবারের ২জন ,ইন্দায় একই পরিবারের ২জন, নিউ সেটেলমেন্ট, বড় আয়মা,দেবলপুর এলাকায় করোনা অাক্রান্তের হদিশ মেলে। খড়্গপুর লোকালের ঘাগরা,রাজপুরা (একই পরিবারের ২ জন),পাঁচরুলিয়া,সুকরাচক সহ বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানা যায়। রেলের ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।তাঁরা রাধামোহনপুর, ইন্দা, কলাইকুন্ডা,মীরপুর, কৌশল্যা, বারবেটিয়া (একই পরিবারের ৩ জন), তালবাগিচা, রবীন্দ্রপল্লী, সাউথ সাইড এলাকার বাসিন্দা বলে জানা যায়।অপরদিকে খড়্গপুর গ্রামীন থানার বড়বাবু তথা ওসিকে গত বুধবার কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খড়্গপুরের এস ডি পি ও সুকোমল দাস নিজেই এটি সোশ্যাল সাইটে পোস্ট করে একথা জানান। গত ২৯ সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল বলে জানা যায়।
অন্যদিকে ঘাটালের কোন্নগর, মহকুমা হাসপাতাল, প্রতাপপুর ও চাউলি সহ বেশ কয়েকজন প্রথম শ্রেণির করোনা যোদ্ধাও আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। দাসপুরের পাকুড়দানা, মামদুপুর, বসন্তপুর ও নন্দপুর এলাকায় ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও হুমগড় ,বনকলোনী, চেমিয়া,খানপাড়া, চন্দ্রকোণার কুয়াপুর, শালবনীর গোমুকপোতা ,দুর্লভগঞ্জ (সাতবাঁকুড়া), আমলাগোড়া ,কিয়াবনী, বেলদা ,কেজুয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi