পত্রিকা প্রতিনিধি : এক মন্ত্রী করোনা থেকে সুস্থ হচ্ছেন তো আরেক মন্ত্রীর পরিবারে করোনার থাবা বসছে।এরাজ্যের শাসক শিবিরে আবারও থাবা বসালো করোনা৷ মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের পরিবহন ও সেচ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ Covid Update. Covid Update, Suvendu Adhikary corona, Purba medinipur news, coronavirus suvendu
জানা গিয়েছে,গত কয়েকদিন ধরেই মন্ত্রীর শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছিল।তাই চিকিৎসকদের পরামর্শ মেনে বৃহস্পতিবার কোভিড টেস্ট করান তিনি৷এরপর কোভিড টেস্ট করতেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে৷এরপর তিনি কোলাঘাটের সরকারি গেস্ট হাউসের আইসোলেশনে চলে যান।তবে শুভেন্দুবাবু একা নন, তাঁর মা গায়েত্রী অধিকারীর শরীরেও ধরা পড়েছে করোনা সংক্রমণ৷গতকাল রাতেই গায়ত্রীদেবীকে অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হয়৷ শুভেন্দু অধিকারীর শারীরিক অবস্থার বিন্দুমাত্র অবনতি হলে তিনিও অ্যাপোলোতে ভরতি হতে পারেন৷
আরও পড়ুন- মেদিনীপুর সহ রেলশহরে ফের করোনায় আক্রান্ত ৩৯, জেলায় ১৪২ জন
একইসঙ্গে করোনার কোপে অধিকারী পরিবারের দুই সদস্য। ফলে গোটা পরিবারেই আতঙ্ক বেড়েছে। পরিবারের অশীতিপর সাংসদ শিশির অধিকারীকে নিয়ে চিন্তিত পরিবারের অন্যান্য সদস্যরা। তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসকের নির্দেশে আইসোলেশনে রয়েছেন।তবে শুভেন্দু অধিকারী হাসপাতালে ভরতি হলে, তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে মমতা মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে তৃণমূল শিবিরের বহু নেতা আক্রান্ত হয়েছেন করোনায়৷ তবে মন্ত্রীদের মধ্যে প্রথম করোনা ধরা পড়ে সুজিত বসুর৷ কিছুদিন হাসপাতালেও ছিলেন তিনি৷ চিকিৎসার পর এখন সুস্থ দমকলমন্ত্রী৷ এরপর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনায় আক্রান্ত হন৷ তিনিও ভরতি হন অ্যাপোলো৷ এবার তৃতীয় হেভিওয়েট মন্ত্রী আক্রান্ত হলেন করোনায়৷
.লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi