পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের ২৩ সেপ্টেম্বরের (আর.টি.পি.সি.আর. -৮১ জন, অ্যন্টিজেন-৫৫ জনও ট্রুনেট-৬জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪২ জন। Covid-19, Covid-19,
আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সিভিল ডিফেন্স কর্মীদের
মেদিনীপুর শহরে মোট ২২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়।মেদিনীপুর শহরের জজকোর্ট সংলগ্ন এলাকায় একই পরিবারের ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।শহরের পাটনাবাজার,পালবাড়ী (একই পরিবারের ২ জন),স্টেশনরোড (একই পরিবারের ২জন),নজরগঞ্জ,পুলিশলাইন (একই পরিবারের ২ জন), রাজাবাজার, বার্জটাউন, বিধাননগর (ডাকবাংলো রোড) সহ মেদিনীপুর সদরের ধেড়ুয়া (জেঠান্তর) এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে বলে জানা যায়।
রেলশহর খড়্গপুরে মোট ১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।খড়্গপু্রের কৌশল্যা, গিরিময়দান ,সুভাষপল্লী (১১ নম্বর ওয়ার্ড), নিউ সেটেলমেন্ট, কমলাকেবিন, রাজগ্রাম, খড়্গপুর লোকালের মাদপুর সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়।দাঁতনে শালিকোঠা( একই পরিবারের ৩জন), কোরিয়া ও সাবড়া এলাকায় মোট ৭ জন আক্রান্ত হয়েছেন।চন্দ্রকোণার অন্তর্গত ক্ষীরপাইয়ের ৫নম্বর ওয়ার্ড (একই পরিবারের ২ জন), শীতাসোল,ঝাকরা, ভল্লুক, বসন্তপুর সহ বিভিন্ন এলাকায় ৯ জন আক্রান্ত হয়েছে বলে জানা যায়।বেলদার দেউলি, গ্রামীণ হাসপাতাল (প্রথম সারির করোনা যোদ্ধা), ছোটমাতকাতপুর, ময়নাপাড়া সহ বিভিন্ন এলাকায় ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।গড়বেতায় খড়িকাশোলের ধাদিকায় একই পরিবারের একসঙ্গে ৬ জন করোনায় আক্রান্ত হন।এছাড়াও ঘাটালে (৩জন), দাসপুর(৪জন), শালবনী (৪জন), কেশপুর, বাগদা সহ পিংলায় করোনা আক্রান্তের হদিশ মেলে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi