পত্রিকা প্রতিনিধি: পুর্বের বিজেপি কর্মী খুন পশ্চিমে, রাতের অন্ধকারে পুর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দলীয় কর্মী খুনের সি বি আই তদন্তের দাবি জানালো বিজেপি নেতৃত্ব। জানা গেছে, একের পর এক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় বিজেপি কর্মীর দেহ। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা আট নম্বর অঞ্চল এলাকার বিজেপি কর্মী দীপক মন্ডলের (৩০)দেহ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরেএ সবং থানার ১১ নম্বর অঞ্চল করনপল্লী এলাকা থেকে। Sabang Murder, Sabang Murder, Medinipur News, Biplabi Sabyasachi News
আরো পড়ুন- চিকিৎসার গাফিতলিতে ঝাড়গ্রামে করোনা আক্রান্তের মৃত্যু, ফের চিকিৎসক নিগ্রহ জঙ্গলমহলের কোভিড হাসপাতালে
ময়নার ওই সক্রিয় বিজেপি কর্মীকে কয়েকদিন ধরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিলো। গতকাল করনপল্লী এলাকায় একটি খেলা চলছিল। দীপক ওই খেলা দেখতে গিয়েছিল কয়েকজন বন্ধুর সাথে। খেলা দেখে বাড়ি ফেরার পথেই সে আক্রান্ত হয় বলে অভিযোগ। আচমকাই তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বাইক বাহিনী ওই বিজেপি কর্মীকে ঘিরে ফেলে। বলে অভিযোগ। এরপর তাঁকে লক্ষ্য করে শুরু হয় একের পর এক বোমা নিক্ষেপ। বিজেপির অভিযোগ,তৃনমূল নেতাদের নেতৃত্বেই এই হামলা হয়েছে। বোমের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। খবর জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রাতেই দেহ উদ্ধার করে সবং থানার পুলিশ সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে ওই বিজেপি কর্মীর মা পৌঁছালে তাকে জোর করে রাত থেকে সবং থানায় বসিয়ে রাখা হয়েছে।নবারুণ নায়েক (বিজেপি জেলা সভাপতি, পুর্ব মেদিনীপুর) জানান, ” গতকাল রাতেই একটি ঢালাই বলের টুর্নামেন্ট চলছিল।সেই টুর্নামেন্ট দেখতেই এসেছিল দীপক কয়েকজন বন্ধুর সাথে। বাড়ি ফিরে যাওয়ার সময় তৃণমূলের পোষা দুষ্কৃতীদের (সুশান্ত মাল, প্রসাদ অধিকারী, রাজু ভু্ঞ্যা, আশুতোষ দাস) নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল তার শরীরে বোমা নিক্ষেপ করে। ” এছাড়াও তিনি পুলিশের কাছে অনুরোধ জানান, অভিযুক্তদের গ্রেফতার করে তাদের শাস্তি দেওয়া হোক।বিজেপি জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্যী জানান, গতকাল রাত্রেই খেলা দেখতে দীপক এসেছিল বন্ধুদের সঙ্গে, সেই সুযোগকে কাজে লাগিয়েই ময়না থেকে বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে ঘিরে তাকে ব্যাপক মারধর করে এবং বোমা চার্জ করে। তারা জেরেই মৃত্যু হয়েছে দীপক মন্ডলের।
তৃণমূলের সবং ব্লক সভাপতি অমূল্য পান্ডার সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দেন, এই ঘটনা সম্বন্ধে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজী নন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasach