পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শনিবারের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪ জন।অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর পরীক্ষার রিপোর্ট রেলশহর খড়্গপুরে মোট ২৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। Covid-19, Covid-19, Coronavirus in Kharagpur, IIT Kharagpur, latest bengali News, Bengal News
খড়্গপুরের কৌশল্যায় একটি অ্যাপার্টমেন্টে এক ব্যক্তি (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। নিউ সেটেলমেন্ট এলাকায় রেলের আবাসনে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।১৪ নম্বর ওয়ার্ডের মালঞ্চ সংলগ্ন এলাকায় একই পরিবারের ৪ জন (প্রৌঢ়া-৫৫, মহিলা-৪৫, যুবতী-২১, প্রৌঢ়-৫৯) করোনায় আক্রান্ত হয়েছেন । যদিও তাঁরা প্রত্যেকেই উপসর্গহীন। এছাড়াও ওই এলাকায় এল.আই.সি অফিসের সন্নিকটে একই পরিবারের ২ জন (যুবতী-৩০,যুবতী-২০) উপসর্গহীন কোভিড আক্রান্তের খোঁজ মেলে। মালঞ্চার ১৪ নম্বর ওয়ার্ডের বালাজীপল্লী এলাকায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এরা প্রত্যেকেই উপসর্গহীন। ৪২ নম্বর ওয়ার্ডের ইন্দার বিদ্যাসাগরপল্লী এলাকায় ১ জন, পুরীগেট (হরে রাম হরে কৃষ্ণ মন্দিরের সন্নিকটে) সংলগ্ন এলাকায় ১জন, ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকর ১ জন সহ খড়্গপুর টাউন পুলিশ স্টেশনের ১ জন সহ মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ৩০ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী (২জন), সালুয়া,কপাটিয়া(রাখাজঙ্গল) সহ রেলশহরের বিভিন্ন এলাকায় মোট ২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আই.আই.টি. ক্যাম্পাসের এক প্রৌঢ়ের (৫৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আরো পড়ুন- ফের করোনা সংক্রমণে হাফ সেঞ্চুরি মেদিনীপুর শহরে, জেলায় আক্রান্ত ১৫৪ জন
অপরদিকে খড়্গপুর আই.আই.টি তে রবিবার( ১৩ সেপ্টেম্বর) প্রথম দফার লকডাউন শেষ হওয়ার আগেই আরও ৫দিনের লকাডাউন ঘোষনা করল কর্তৃপক্ষ।শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্নভাবে বন্ধ করা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত ও প্রশাসনিক কাজকর্ম।বাড়িতে থেকেই অনলাইন পঠন-পাঠন চালু থাকবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi