পত্রিকা প্রতিনিধি: পিছু ছাড়ছে না মারণ ভাইরাস করোনা। সম্প্রতি আইআইটি ক্যাম্পাসে অবস্থিত বিসি রায় হাসপাতালে একাধিক চিকিৎসক করানোয় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল । এই জন্য বন্ধ করে দেওয়া হয় আই আই টি খড়্গপুরের বি সি রায় হাসপাতাল।উল্লেখ্য সেপ্টেম্বরের শুরুতেই আই আই টি তে যা করোনা প্রবেশ করেছিলেন এক পড়ুয়ার মারফৎ যা ক্রমান্বয়ে অনেকের মধ্যেই ছড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই প্রায় ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন খড়্গপুর আই আই টি ক্যাম্পাসের মধ্যে বলে জানা গিয়েছিল। লকটাউনের সময়ে আইআইটি অ্যাকাডেমিক ক্যাম্পাস পুরোপুরি বন্ধ থাকলেও কিছু কিছু প্রশাসনিক দফতর খোলা ছিল বলে জানা গিয়েছে । IIT Kharagpur, IIT Kharagpur, iit kharagpur news, iit kharagpur bengali news, biplabi sabyasachi news, medinipur news
আরও পড়ুন- আজকের পত্রিকা- ৫ সেপ্টেম্বর ২০২০, বাং- ১৯ ভাদ্র ১৪২৭
শুক্রবার ৪ সেপ্টেম্বরের আই.আই.টি-এর বিজ্ঞপ্তিতে সরাসরি জানিয়ে দেওয়া হয় আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭ দিন পুরোপুরিভাবে বন্ধ থাকবে খড়্গপুর আই.আই.টি। বিশেষ সূত্রের খবর আই. আই.টি- এর বি.সি.রায় হাসপাতালে কিছু চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ যাতে গোষ্ঠী সংক্রমণে না রুপান্তরিত হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয় আই.আই.টি কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল শহরের রাঙামাটির আলু ব্যবসায়ীর
আই.আই.টি ক্যাম্পাসের মধ্যে শুধু মাত্র জরুরিকালীন পরিষেবগুলি চালু থাকবে। তার জন্যও নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে থাকা রেশন দোকান, মাছ-মাংসের দোকান, ভূষিমাল জাতীয় দ্রব্যের দোকান, পশু -পাখির খাদ্যের দোকান, শাক-সবজি, ফল ও দুধের দোকান খোলা থাকবে প্রতিদিন দুপুর ২ টো পর্যন্ত। এছাড়াও জরুরী কালীন পরিষেবার জন্য ওষু্ধের দোকান খোলা থাকবে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। কিন্তু এসবের ক্ষেত্রেই অবশ্যই মেনে চলতে হবে সামাজিক দূরত্ব । শুধু তাই নয় মুখে মাস্ক থাকা আবশ্যক। বন্ধ থাকবে আই আই টি ক্যাম্পাসের মধ্যে থাকা সেলুন, স্পা সেন্টার, বিউটি পার্লার সহ রেস্টুরেন্ট গুলি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi