midnapore news, midnapore corona news, coronavirus in midnapore, coronavirus, covid-19, latest bengali news, biplabi sabyasachi news,
পত্রিকা প্রতিনিধি: গত ২১ শে আগস্ট মেদিনীপুর শহরের ছোটবাজারের এক প্রৌঢ়ের (৭৫) মৃত্যু হয়েছে শ্বাসকষ্ট জনিত সমস্যায়। তিনি মেদিনীপুর মেডিক্যালল কলেজেই ভর্তি ছিলেন। মৃত্যু’র পর তাঁর লালারস সংগ্রহ করে পাঠানো হয়েছিল এবং পরিজনদের মৃতদেহ দেওয়া হয়নি। গত ২৩ আগস্ট রাতে রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টির সত্যতা স্বীকার করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওনার অবস্থা প্রথম থেকেই সংকটজনক ছিল। এই নিয়ে মেদিনীপুর শহরে, দ্বিতীয় করোনা সংক্রমিতের মৃত্যু হল (কামাড়আড়ার এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছিল গত ২৬ জুলাই)। midnapore corona news
পশ্চিম মেদিনীপুর জেলার করোনা পরীক্ষার (আরটি-পিসিআর) একমাত্র ল্যাবরেটরি। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভিআরডিএল (The Viral Reasearch and Diagnostic Laboratory)। বিভিন্ন কারণেই সংক্রমিত হচ্ছেন, মেডিক্যাল কলেজের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের কর্মীরা। ভাইরাল ল্যাবের কয়েকজন কর্মী এর আগেও সংক্রমিত হয়েছেন। তবে, এবার পরপর দু’দিনে চারজন স্বাস্থ্যকর্মী বা ল্যাব ট্যাকনিশিয়ান সংক্রমিত হওয়ার কারণে, কর্তৃপক্ষ ২৬ ও ২৭ আগস্ট ল্যাব বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জেলা স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুমোদন করেছে। সংক্রমণ বৃদ্ধি ও সেই অনুযায়ী চিকিৎসা পরিষেবা দেওয়ার এই গুরুত্বপূর্ণ সময়ে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ল্যাবরেটরি দু’দিন বন্ধ থাকলেও নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা বন্ধ থাকছে না বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। এই দু’দিন কলকাতার এসএসকেএমের ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হবে বলে জানা গেছে স্বাস্থ্য ভবন সূত্রে।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “প্রায় একসাথে চারজন সংক্রমিত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাকি কর্মীরাও সংক্রমিত হয়ে না পড়েন। আগামী দু’দিনের মধ্যে ল্যাবরেটরি ভালোভাবে জীবাণুমুক্ত করা হবে এবং প্রয়োজনে অন্য কর্মীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখে নেওয়া হবে। তারপর, আবার টেস্টিং প্রক্রিয়া শুরু করা হবে।” জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “এই দু’দিন এসএসকেএমে নমুনা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi