পত্রিকা প্রতিনিধি : করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু ঘিরে শুরু জল্পনা।স্বাস্থ্য ব্যবস্থা ও তার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের।জানা গিয়েছে প্রায় এক মাস ধরে শারীরিক অসুস্থ ছিলেন নারায়ণগড় ব্লকের বেলদা ১ অঞ্চলের বেংদা এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত মন্ডল।বিভিন্ন জায়গায় চিকিৎসা হওয়ার পর ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় করোনা পরীক্ষা হয় বেলদা গ্রামীন হাসপাতালে।জানা গিয়েছে ১৩ ই আগস্ট বেলদা গ্রামীন হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট হয় ওই বৃদ্ধের।পজিটিভ এলে তাকে পাঠানো হয় শালবনী করোনা হাসপাতালে।সেখানেই ১৬ তারিখ বিকেলে মৃত্যু হয় বলে পরিবার সুত্রে খবর।পরিবার সুত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন।কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পর নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নজর দেওয়া হয়নি অসুস্থের উপর।চিকিৎসা ও পরিকাঠামোর অভাবে মৃত্যু হয়েছে।বারংবার ফোন করা হলেও তেমন সদুত্তর পাওয়া যায়নি।মৃতের মেয়ে দিপালী পাড়ি অভিযোগ করন-“যদি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার,তবে কেন উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হল না।শারীরিক অসুবিধা জানার পরেও কি করে একইভাবে চিকিৎসার অভাবে মারা যায়?”যদিও পরিবারের বেশিরভাগ সদস্যের রিপোর্ট নেগেটিভ আসে।নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের।করোনায় আক্রান্ত হওয়ার পর মৃত্যু ঘিরে শুরু জল্পনা।
কোভিড হাসপাতালে মৃত্যু হল বেলদার এক বৃদ্ধের, স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পরিবারের
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -