পত্রিকা প্রতিনিধি:রাজ্যে আজ ফের ৩০০০ এর দোরগোড়ায় করোনা আক্রান্তের সংখ্যা! গত চব্বিশ ঘণ্টায় ২৯৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন নতুন করে। আগের দু’দিন (৬ ও ৭ আগস্ট) যথাক্রমে ২৯৫৪ ও ২৯১২ জন আক্রান্ত হয়েছিলেন। রাজ্যে আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, ৫১ জনের। আর এর ফলে, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু দু’ হাজার ছাড়িয়ে গেল (২০০৫ জন)! আজ সুস্থ হয়েছেন, ২০৬৪ জন। সুস্থতার হার ৭০.৩২ শতাংশ।
শহরে ফের জেলা স্বা্স্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী (৮ আগস্ট) ফের একজনের দেহে করোনা আক্রান্তের হদিশ মিলেছে।জানা যায় তিনি পেশায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক (৩০)। গত ৭ আগস্ট ওই চিকিৎসকের লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হলে শনিবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে।মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যেসব চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা পূর্বে আক্রান্ত হয়েছেন সেই সূত্রেই আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
এদিকে, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, ঝাড়গ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হল। সুস্থ হয়েছেন ৩৬ জন, চিকিৎসাধীন আক্রান্ত ২৪ জন। সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার এক বৃদ্ধ, বিনপুর এলাকার একজন এবং বেলিয়াবেড়া অঞ্চলের ভামাল এলাকার একজন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, হুগলির ব্যান্ডেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী (৫৯) ও তাঁর স্ত্রী’র রিপোর্ট গতকাল রাতে পজিটিভ এসেছে, জন্মসূত্রে যাঁদের স্থায়ী ঠিকানা ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি অঞ্চলের দেউলবাড়ে। ১৪ দিন কেশিয়াড়ির কোয়ারেন্টাইন সেন্টারে কাটিয়েও তাঁরা উপসর্গহীন করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, নতুনডিহি’তে ইতিমধ্যে সংক্রমিত এক যুবকের পরিবারের আরো একজন সদস্যের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, সরকারি ভাবে নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্তদের প্রত্যেককেই ঝাড়গ্রাম কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।