পত্রিকা প্রতিনিধি :১৮ঘন্টা অতিক্রম হলেও পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করায় এগরা সুপার স্পেশাল লিটিতে পড়ে রইল করোনায় মৃতের দেহ। প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় এগরা-২এর উত্তর ভাড়দা গ্রামের অমিত জানা (৪২) এর মৃত্যু হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকদিনের জ্বর কাশি নিয়ে অমিত ভর্তি হয় হাসপাতালে। কর্তৃপক্ষের প্রাথমিক টেস্টে রিপোর্টে আসে নেগেটিভ। দুদিন পরে সুস্থ না হওয়ায় আবার দ্বিতীয় পরীক্ষায় বৃহস্পতিবার রিপোর্ট আসে করণা পজিটিভ। প্রশাসনের পক্ষে তাকে হাসপাতাল স্থানান্তরের উদ্যোগ নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। যেহেতু করোনায় মৃত্যু হয়েছে তাই প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তার বডি পরিবারকে দিতে চায় নি।পরিবারের অভিযোগ মৃত্যুর পর মৃতের বডি দিতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ যখন বডি দিতে চায় তখন পরিবারকে পরিবার বডি নিতে অস্বীকার করে। তাদের দাবি যেহেতু করোনা পজেটিভ তাই মৃতের সৎকার করতে হবে প্রশাসনকে। পরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে মৃতদেহ নেওয়ার অনুরোধ করা হয়, কারণ কোভিড -১৯ এ মৃতের দাহ করার পরিকাঠামো নেই মহকুমায়। কিন্তু পরিবার এখনো পর্যন্ত মৃতদেহ গ্রহণ না করায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে অমিত কলকাতায় থাকত কয়েক দিনের জন্যসে বাড়িতে আসে। অসুস্থতা অনুভব করায় হাসপাতালে যায়। সংক্রমণ যে কলকাতা থেকে এ ব্যাপারে নিশ্চিত পরিবার। তবুও পরিবারের অন্যান্য সদস্যদের সোয়াব টেস্টের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
হাসপাতাল থেকে শেষ পাওয়া খবর অনুয়ায়ী প্রশাসনের নির্দেশ মতো করোনা মৃতদেহটিকে হাসপাতাল থেকে মৃতের পরিবার তার বাড়ি নিয়ে যায়।তবে সরকারি নির্দেশিকা অনুয়ায়ী করোনা মৃতদেহটির সৎ কাজ করা হবে বলে জানা যাচ্ছে।