পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট বা জেলাশাসকের কার্যালয়ের এক আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে, সোমবার (৩ আগস্ট) রাতে। জেলা পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দপ্তরের ওই আধিকারিকের এক প্রিয়জনের করোনা সংক্রমণের (১ আগস্ট) সূত্র ধরেই, আধিকারিকও সংক্রমিত হয়েছিলেন বলে জানা যায়। তবে, দু’জনেরই বিশেষ উপসর্গ নেই বলে জানা যায়। মেদিনীপুর শহরের জজকোর্টের বাসিন্দা এই দু’জনই এখন লেভেল ওয়ান আয়ুশ হাসপাতালে চিকিৎসাধীন বলে সূত্রের খবর।
এদিকে দপ্তরের আধিকারিক সংক্রমিত হওয়ার কারণে, ওই ভবনটি আপাতত বন্ধ করা হয়েছে বলে জানা যায়। কর্মসূত্রে, ওই আধিকারিকের প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে থাকার জন্য ওই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক (এডিএম) সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা করোনা পরীক্ষা করিয়েছিলেন। অতিরিক্ত জেলাশাসক সহ সকলের রিপোর্টই গতকাল (মঙ্গলবার) রাতে নেগেটিভ এসেছে।
এদিকে, কয়েকজন জুনিয়র চিকিৎসকের সংক্রমণের কারণে, করোনা পরীক্ষা করা হয়েছিল, মেদিনীপুর মেডিক্যালে কলেজের প্রায় ৭০ জন জুনিয়র চিকিৎসক ও ট্রেনি চিকিৎসক (ইন্টার্ন) এর। সকলকে আশ্বস্ত করে, তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে গতকাল (৪ আগস্ট) রাতে জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী।