পত্রিকা প্রতিনিধি : শখ থেকে বাইক বানানোর পরিকল্পনা।আর সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিল দুই যুবক।করোনার জেরে লকডাউন।সেই লকডাউনের সুফল হল এই নবতম ভাবনার প্রয়োগ।এক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের শখ এবং এক সাধারন বাইক মিস্ত্রির যৌথ প্রচেষ্টায় তৈরী নতুন হ্যান্ড মেড বাইক।যা চড়ে রীতিমত বেড়ানো সম্ভব।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার দুই যুবক অর্নব দে এবং তাপস সাউ দীর্ঘ দুই মাসের প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন একটি বাইক।নাম ও রেখেছেন রেড ডেভিল।সম্পুর্ন ব্যাটারি চালিত এই বাইকে রয়েছে সাধারন ব্যাটারি চালিত বাইকের সব কিছুই।তাপস বাবু নিজের বাইক মেকানিকস এর গ্যারাজে তৈরী করেছেন এই বাইক।একটু লম্বা হলেও একবার চার্জ দিলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই বাইকে চড়ে।অনলাইনে অর্ডার দিয়ে আনা হয়েছিল ব্যাটারি।৪৮ ভোল্টের ব্যাটারি দিয়ে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির হাতে বানানো বাইকটি।পেশায় ইলেকট্রিকের ইঞ্জিনিয়ার অর্নবের দীর্ঘদিনের শখ নতুন বাইকের মডেল তৈরি করা।আর সেই মডেল রূপায়িত করে বাস্তবে তা করে দেখালেন দুই যুবক।
আগাগোড়া বিভিন্ন কোম্পানির বাইকের সরঞ্জাম দিয়ে তৈরী।পূরোনো দিনের বাজাজ বাইক থেকে বর্তমানের স্পোর্টস বাইক কেটিএম এর নানা সরঞ্জামকে কাজে লাগিয়েছেন বাইক প্রস্তুতকারক এই দুই যুবক।মিটার থেকে হ্যান্ডেল কিংবা সিট ও হুবুহু বাইকের আদলে।৩ ঘন্টা চার্জ দিলেই ঘন্টায় প্রায় ৫০ কিমি বেগে ছুটবে এই নবতম আবিষ্কার রেড ডেভিল।খরচ আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা মতো।সাধারণ বাইক গুলির মতোই লোড ক্যাপাসিটি নিয়ে যাতায়াত করা যাবে।
বাইকের প্রস্তুতকারক তাপস সাউ জানিয়েছেন-“অনেকদিন থেকে বাইক সারানোর কাজ করছি গ্রামীন এলাকায়।এলাকারই অর্নবের গ্রাফ মতো বাইক বানাতে শুরু করি।বাজারের মতো বাইকের রুপ না হলেও তা চড়ে বেড়ানো সক্ষম।পরবর্তীতে সাহায্য সহযোগিতা পেলে বাজারজাত করার ও পরিকল্পনা রয়েছে।”সম্পুর্ন দূষণরোধী এই বাইক তৈরীর পর তা দেখতে বাড়িতে ভীড় জমাচ্ছেন বহু।অপর এক যুবক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অর্নব সাউ জানিয়েছেন-“অনেকদিন থেকে শখ ছিল নতুন কিছু করার।পড়াশুনা শেষ করেই এগুলো নিয়ে চর্চা করতাম।কাজের ফাঁকেও চলত গবেষনা।তারপর লকডাউনে পাশের দাদার সহযোগিতায় এই বাইক বানানো।সম্পুর্নই নিজের শখ ও প্রয়োজনে নিজের খরচে এই বাইক তৈরি।”
গ্রামীণ এলাকা থেকে তৈরি হয় নানান জিনিস।আবারও এক নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাজার মূল্যের থেকে কম টাকায় দুই যুবক বানিয়ে ফেললেন এই ব্যাটারি চালিত বাইক।যার প্রশংসায় পঞ্চমুখ সকলে।