পত্রিকা প্রতিনিধি : দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ফিজ কমানোর দাবিতে বেলদা কলেজ গেটে অবস্থানে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা।এদিন কলেজ কর্তৃপক্ষের কাছেও ফিজ কমানোর দাবিতে ডেপুটেশন ও দেয় তারা।প্রসঙ্গত দিন কয়েক আগেই ষষ্ঠ সেমিস্টারের ফিজ কমানোর দাবিতে কলেজ গেটে অবস্থান বিক্ষোভে দেখা গিয়েছিল অরাজনৈতিক এক ছাত্র সংগঠন এবং এবিভিপি কে।তবে সেদিন তেমন ভাবে লক্ষ্য করা যায়নি তৃণমূল ছাত্র পরিষদের কাউকে।লাগাতার আন্দোলন স্তিমিত করতে পুলিশি হস্তক্ষেপ লক্ষ্য করা গেছিল ওইদিন।ফের সোমবার সকালে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ফর্ম ফিলাপ ফি’ কমানোর দাবি তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা।পরে বেলদা কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি দেয় তারা।দাবি ছিল দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ল্যাব ফিজ মুকুব করায় ফলে যেমন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের সুবিধা হলেও সুবিধা হয়নি কলা বিভাগের ছাত্রছাত্রীদের।ফলতঃ সার্বিকভাবে সকল ছাত্রছাত্রীদের ফর্মফিলাপের ফিজ কমাতে হবে।কলেজ কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি দেখবে বলে জানিয়েছেন।
ফিজ মুকুবের দাবিতে বেলদা কলেজের সামনে ধর্নায় তৃণমূল ছাত্র পরিষদ
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -