পত্রিকা প্রতিনিধি : বার আরেকজন করোনা আক্রান্তের হদিশ।ফের কেশিয়াড়িতে চাঞ্চল্য।এবার একই পঞ্চায়েত এলাকার এক যুবকের শনিবার রিপোর্টে পজিটিভ আসে।জানা গিয়েছে কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি এলাকার একটি গ্রামে কলকাতা ফেরত এক যুবকের রিপোর্ট এলে তার পজিটিভ রিপোর্ট আসে।স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর চলতি মাসের ৯ তারিখ বেলদা গ্রামীণ হাসপাতালে নমুনা সংগ্রহের পর শনিবার সন্ধ্যা নাগাদ রিপোর্ট পজিটিভ আসে।তবে তেমন কোন উপসর্গ ছিল না।
জানা গিয়েছে ওই বছর ২৬ এর যুবক কলকাতার যাদবপুরে একটি বেসরকারী কোম্পানি তে চাকরি করত।লকডাউন শুরুর প্রথম দিন বাড়ি ফিরে এলেও লকডাউন চলার সময় ফের কলকাতায় যায়।সেখানে কাজ করার পর পয়লা জুলাই বাসে করে বাড়ি ফেরে।বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে ছিল ওই যুবক।তারপর চলতি মাসের অাট তারিখ সামান্য সর্দির উপসর্গ নিয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে নমুনা সংগ্রহ হয়।রিপোর্টে পজিটিভ উল্লেখ বলে খবর।যদিও এই ব্লকে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ মেলে।তবে উক্ত ব্লকের একই পঞ্চায়েতের অধিন দ্বিতীয় ব্যক্তির রিপোর্টে পজিটিভ আসায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।রবিবার আক্রান্ত কে মেদিনীপুরের আয়ুস হাসপাতালে পাঠানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ।যদিও এখন কোন উপসর্গ নেই আক্রান্তের।ওই যুবকের প্রত্যক্ষ সংস্পর্শে কারা এসেছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।