পত্রিকা প্রতিনিধিঃ সোমবার থেকে সরকারী বাসের পাশাপাশি বেসরকারি বাসও রাস্তায় নামছে। শনিবার জেলা প্রশাসন ও পরিবহন দফতরের সঙ্গে বৈঠক হয় পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। ঐ বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) প্রণব কুমার বিশ্বাস, মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আর টি ও, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ প্রশাসন ও পরিবহন দফতরের বিভিন্ন আধিকারিকগণ। অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। তাই সোমবার থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বাসে যতগুলি সিট রয়েছে সেই সংখ্যক যাত্রীই বাসে উঠতে পারবেন। এজন্য পুলিশ প্রশাসনকে প্রচার করার কথা বলা হয়েছে যাতে অতিরিক্ত যাত্রী ওঠার জন্য ঝামেলা না করেন। বিভিন্ন বাসস্ট্যান্ড স্যানিটাইজ করার কথাও বলা হয়েছে। তিনি বলেন প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। ভাড়া অপরিবর্তিত থাকবে।
সোমবার থেকে বেসরকারি বাসও রাস্তায় নামছে, সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -