Home » সাতসকালেই হাতির মৃত্যু , বনদফতরের উদাসীনতা নিয়ে ক্ষোভ

সাতসকালেই হাতির মৃত্যু , বনদফতরের উদাসীনতা নিয়ে ক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments
  • পত্রিকা প্রতিনিধি : ফের ঐক বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটলো । ভীমশোল বীটের পিড়াকাঁটা রেঞ্জের কদমাশোল গ্রামের তিল জমিতে রবিবার সকালে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা । কি কারণে হাতের মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে । জঙ্গলমহলে হাতির মৃত্যুর ঘটনা এই নতুন নয় । মেদিনীপুর সদর ব্লক ,শালবনি, ঝাড়গ্রাম প্রভৃতি এলাকায় বিগত কয়েক মাসে বেশ কয়েকটি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে । কদমাশোল গ্রামে হাতির মৃত্যুর পর মৃত হাতি দেখতে প্রচুর গ্রামবাসী জড়ো হয়েছেন । কেউ কেউ মৃত হাতিকে ফুল ধুপ সিঁদুর দিয়ে পূজাও করেন । ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বনদফতরের কর্মীরাও । গ্রামবাসীদের বক্তব্য বেশ কয়েকদিন ধরে একদল হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল । হাতির দলের মধ্যে একটি হাতি অসুস্থ ছিল । হাতির অসুস্থতার খবর বনকর্মীদের বেশ কয়েকবার জানানো হলেও অসুস্থ হাতির চিকিৎসার জন্য কোন ব্যবস্থা নেয়নি বনদপ্তরের কর্মীরা ,অন্তত এমনটাই অভিযোগ গ্রামবাসীদের । এদিন সকালে ঘটনাস্থলে বনকর্মীরা এলে তাদেরকে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । মাত্র কয়েকদিন আগে শালবনিতে এক যুবককে আছড়ে মেরে দিয়েছিল একটি হাতি । তাছাড়া হাতির তাণ্ডব ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর । কয়েকদিনের মধ্যে হাতির মৃত্যুর ঘটনায় মন খারাপ গ্রামবাসীদের । মৃত হাতির শেসকৃত্য সম্পন্ন করতে উদ্যোগি হয়েছে বনদফতরের কর্মী ও গ্রামবাসীরা ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.