Home » সুবর্ণরেখা নদীতে নৌকাডুবি

সুবর্ণরেখা নদীতে নৌকাডুবি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি :সুবর্ণরেখার নদীতে বুধবার সন্ধ্যেতে ডুবে গেল এক যাত্রীবাহী নৌকা। নৌকাটি আসনবনি থেকে জানা ঘাটি যাচ্ছিল। নদীর মাঝ বরাবর অত্যাধিক স্রোত, ঝড়ো হাওয়া ও অত্যাধিক যাত্রী বোঝাই হওয়াই নৌকাটি ডুবে যায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের জানাঘাটিতে। নৌকাটিতে ১২টি সাইকেল ৩টি বাইক সহ প্রায় ১৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ছিল তিনজন শিশুকে। সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

h

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.