পত্রিকা প্রতিনিধিঃ আপাতত ফুটবল অনুশীলন বন্ধ। মোবাইলে পুরনো ফুটবল ম্যাচ দেখেই সময় কাটাচ্ছেন ইস্টবেঙ্গলের ফুটবলার পিন্টু মাহাত। তিনি মুম্বাই থেকে ফিরে এখন গ্রামের স্কুলে কোয়ারেন্টাইনে রয়েছেন। সোমবার তিনি মুম্বাই থেকে ফিরেছেন। বিশেষ কাজে তিনি মুম্বাইতে ছিলেন। জেলায় ফেরার পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং নিয়ম অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকছেন। পিন্টুর বাড়ি চাঁদড়ার ঢড়রাশোল গ্রামে। তাঁর ফুটবল প্রতিভা ছোটবেলা থেকেই। মোহনবাগানের অ্যাকাডেমি থেকে উঠে এসে একজন দক্ষ ফুটবলার হিসেবে ইতিমধ্যেই সমলের মন জয় করেছেন তিনি। পিন্টু এবার ইস্টবেঙ্গলে খেলছেন। করোনা ভাইরাসের জন্য লকডাউন পরিস্থিতিতে ফুটবল চর্চা বন্ধ অনেকদিনই। মোবাইলে পুরনো ফুটবল ম্যাচ দেখে সময় কাটছে তাঁর। জানালেন, “কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যতটা শরীর চর্চা করা যায় সেটা করছি আর মোবাইলে পুরনো ফুটবল ম্যাচ দেখে সময় কাটাচ্ছি।”
https://biplabisabyasachi.com/e-paper/362020/