ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাত্র ৪০ মিনিটে ১৯ হাজার টাকা নার্সিংহোমের বিল। বিল না মেটালে ছাড়া হবে না মৃতদেহ। গ্রাহ্য করা হবে না স্বাস্থ্য সাথীর কার্ডও। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যেতেই বিল দাঁড়াল ৫ হাজারে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জানা যায় হুগলি জেলার বন্দর এলাকার বাসিন্দা নিহার বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা বুধবার (২১ ডিসেম্বর) ভোর নাগাদ তাকে ভর্তি করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতায় একটি বেসরকারি নার্সিং হোমে।পরিবারের সদস্যদের অভিযোগ ভর্তি করার প্রায় ৪০ মিনিট পরেই মৃত্যু হয় নিহারের।আর তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন,এই কয়েক মিনিটেই বিল হয়েছে প্রায় ১৯ হাজার টাকা।দ্রুত সেই বিল মিটিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়।
Nursing Home Bill
কয়েক মিনিটে নার্সিংহোমের এত বিল দেখেই চক্ষু চড়কগাছ মৃতের পরিবারের সদস্যদের ,ঘটনায় দেখা দেয় উত্তেজনা।ভিন জেলার বাসিন্দা হওয়াতে নার্সিংহোমের এই জুলুৃমের কথা জানানো হয় ঘাটাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও মৃতের পরিবারের অভিযোগ তাদের জানানো হয় যে ১৯ হাজার টাকা বিল মেটাতে, নার্সিংহোম কর্তৃপক্ষকে পাকা বিলের দাবি করলেও তারা বিলের কাগজ দিতে চাইনি।
আরও পড়ুন : খড়্গপুরে পুরপ্রধানের পদত্যাগ নিয়ে নাটক! প্রথমে ফেরালেও পরে ইস্তফা গ্রহণ এসডিও-র
এমনকি স্বাস্থ্য সাথীর কার্ড নেওয়া হবে না বলেও দাবি করেন নার্সিংহোম কর্তৃপক্ষ। অপরদিকে বিলের কাগজ না দিলে বিল মেটাবে না দাবি করে পরিবারের সদস্যরা। এনিয়েই উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ এলে শেষমেশ পাঁচ হাজার টাকা দিলে মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।এ বিষয়ে নার্সিংহোমের মালিক অসীম কর্মকার ক্যামেরার সামনে মুখ খোলেননি।
আরও পড়ুন : উপপ্রধানের পাকা বাড়ি সত্ত্বেও আবাস তালিকায় নাম! বিক্ষোভ ঘাটালের গ্রামে
আরও পড়ুন : ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশ নিচ্ছেন মেদিনীপুর শহরের ৫৭ বছরের মহিলা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Nursing Home Bill
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper