open school
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার
পত্রিকা প্রতিনিধি: স্কুল খোলা ও ফি মুকুবের দাবিতে গত ২৬ শে জুলাই ছাত্র সংগঠন এআইডিএসও (AIDSO) রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দেয়। প্রতিটি জেলায় অবরোধ কর্মসূচীও পালন করে। দাবি ছিল, করোনা অতিমারীর সময়ে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে, সমস্ত ছাত্রছাত্রীদের টিকাকরণ (Vaccination) করে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করতে হবে, পরিবহনে ছাত্রদের কনসেশন (Concession)দিতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় অবরোধ কর্মসূচী নেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন (Police Administration) ছাত্রদের ওপর লাঠি চালায় এবং গ্রেফতার করে বলে সংগঠনের অভিযোগ। অবরোধ করায় বাঁকুড়া (Bankura) শহরে ১১ জন ছাত্রছাত্রীকে গ্রেপ্তার (Arrest) করে পুলিশ। দেওয়া হয় জামিন অযোগ্য ধারায় কেস (Non-BailableCase)।
ঘটনার প্রতিবাদ জানায় সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া কোর্টের ৪০ জন উকিল (Advocate) তাদের জামিনের (Bail) জন্য আবেদন জানালেও প্রশাসন নির্বিকার এবং এখনও গ্ৰেপ্তার করে রাখা আন্দোলনকারীদের জামিন দেওয়া হচ্ছে না। এমনকি তাদের প্রয়োজনীয় ঔষধ, জামাকাপড়ও দিতে দেয়নি পুলিশ প্রশাসন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আন্দোলনকারী কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মেদিনীপুর শহরের (Medinipur Town) রাজাবাজার (Rajabajar) , কালেক্টরেট (Collectorate), জর্জকোট (Judecourt), অশোকনগর (Ashoknagar) , জলট্যাঙ্কি (Jaltanki) সহ বিভিন্ন জায়গায় পথসভাও করে। সংগঠনের রাজ্য সম্পাদক মণিশংকর পট্টনায়ক (Manishankar Pattanyaek) বলেন, “ন্যায়সঙ্গত গণতান্ত্রিক এই আন্দোলনকে সরকারের পুলিশ বর্বরোচিত ভাবে সারা রাজ্যেই দমন করার চেষ্টা করেছে ! কলকাতা ও বাঁকুড়া সহ সারা রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতা কর্মীকে। জামিন অযোগ্য মামলায় (বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্য জমায়েত, সরকারী কাজে বাধাপ্রদান ইত্যাদি ধারায়) এখনও বন্দি বাঁকুড়ার জেলা সভাপতি ও সম্পাদক সহ ১১ জন। আমরা রাজ্য সরকারের এই চূড়ান্ত অগণতান্ত্রিক ভূমিকার তীব্র নিন্দা জানাই। বাঁকুড়া কোর্টের ৪০ জন আইনজীবী (Advocate) এআইডিএসও(9AIDSO)কর্মীদের পক্ষে দাঁড়িয়েছেন৷”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
open school
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore