Pujos
আরও পড়ুন ঃ-জঙ্গলে লাগানো আগুন পৌঁছে গেল গৃহস্থের দোরগোড়ার, নেভালো দমকল
অরুপ নন্দী : অনুষ্ঠান বাড়িতে খাওয়ার খেয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দাঁতন এলাকায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের শালীকোঠা পঞ্চায়েতের একামলীপুর গ্রামের। জানা গিয়েছে, মঙ্গলবার খুকুবালা প্রধানের বাড়িতে পুজোর আয়োজন ছিল। আর সেই সামাজিক অনুষ্ঠান উপলক্ষে রাতে প্রসাদ ভোজনের ব্যবস্থা ছিল। রাতে অনেকেই প্রসাদ খান। বুধবার সকালেও অনেককে সেই প্রসাদ দেওয়া হয় বলে জানা যায়। তারপর থেকেই অসুস্থ হতে থাকেন গ্রামের মানুষ। স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে নানা উপসর্গ নিয়ে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি হতে থাকেন অনেককেই। প্রসঙ্গত বৃহস্পতিবার মৃত্যু হয় খুকুবালার।
তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয় ওই মহিলার।হাসপাতালে ভর্তি আরও কুড়িজন। তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন খাদ্যে বিষক্রিয়া থেকে এই ঘটনা। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল। এই ঘটনার পরেই ঘটনাস্থলে মেডিক্যাল সার্ভিস সেন্টার ও প্রোগ্রেসিভ প্র্যাকটিশনার্স এসোসিয়েশনের চিকিৎসকেরা এদিন দাঁতন গ্রামীন হাসপাতালে যান অসুস্থদের সাথে দেখা করতে। সংগঠনের পক্ষ থেকে দাঁতন বিএমওএইচ-এর কাছে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি, অবিলম্বে এলাকায় মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হোক। এর পাশাপাশি দাঁতন গ্রামীণ হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মানস কর, মন্মথ ঘোষ, রতন কুমার প্রধান সহ অন্যান্যরা।
পাশাপাশি ওই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরেও স্মারকলিপি দেয় এসইউসিআই। দাবি করেছে সুচিকিৎসার। মির্জাপুর, একামলিপুর, নেকবাটিয়া, প্রভৃতি গ্রামের প্রায় শতাধিক গ্রামবাসী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকে দাঁতন গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রয়েছেন শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা, গর্ভবতী মাও। জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, বেদনাদায়ক ঘটনা। আমরা জেলা শাসকের কাছে দাবি জানিয়েছি, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের উপযোগী মেডিক্যাল টিম ওই এলাকায় পাঠাতে হবে। দাঁতন হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ দিয়ে সমস্ত রোগীদের চিকিৎসা পরিষেবা সামাল দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ধরনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Pujos
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore