পত্রিকা প্রতিনিধি :অবৈধভাবে বিদ্যুত্ সংযোগের ফলে মৃত্যু হল এক ব্যক্তির অভিযোগ পরিবারের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ললাট গ্রামে ।ঘটনায় জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ উক্ত গ্রামের তপন পাত্র নামে এক ব্যক্তি তার পানের বরজে কাজে যাওয়ার সময় ওই গ্রামেরই শ্যামাপদ দাস নামে এক ব্যক্তির মিনি ডিপটিবওয়েল থেকে টানা অবৈধ বিদ্যুত্-সংযোগে বিদ্যুত্ পিষ্ট হন।কিন্তু ওই সময় পার্শ্ববর্তী স্থানে থাকা এক মহিলা দেখতে পেয়ে ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন।কিন্তু তিনিও বিদ্যুত্পৃষ্ট হন।এরপর অপর একজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।ততক্ষণে তপন পাত্র নামে প্রথমে বিদ্যুত্ পিষ্ট হওয়া ওই ব্যক্তি মারা বলে জানান এলাকাবাসীরা।আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে এগরা হসপিটালে পাঠানো হয়েছে।এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ি পুলিশ প্রশাসন।উত্তেজিত এলাকাবাসীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের দাবি -গ্রামের ওই অবৈধ বিদ্যুত্ সংযোগ কারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।এবং সেই সঙ্গে মৃত পরিবারের আর্থিক দুরবস্থার কথা ভেবে তাদের সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে।পরে পুলিশি মধ্যস্থতায় এবং আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ সূত্রে খবর -প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখে।আইনানুগ সমস্ত ব্যবস্থা নিচ্ছেন তারা।
0
previous post