৩৩ তম বর্ষ, ৩৩ সংখ্যা, ৫ সেপ্টেম্বর ২০২০, ১৯ ভাদ্র ১৪২৭
লকডাউন নিয়েপো কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত বেধেছে। এক তো এই মুহূর্তে জি এস টি নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে সঙ্ঘাত তীব্র আকার নিয়েছে। নিজেদের প্রাপ্য না পেয়ে মুখ্যমন্ত্রীদের পত্র বোমা নিক্ষিপ্ত হচ্ছে কেন্দ্রের দরবারে। হবে নাই বা কেন। প্রাপ্য না পেলে রাজ্যগুলি সরব তো হবেই। পশ্চিমবঙ্গের সঙ্গে আবার কোভিড কারণে ঘোষিত লকডাউন নিয়েও মতান্তর বেধেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। এ রাজ্যে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন বিভিন্ন জেলার মানুষ। সর্বস্তরের মানুষ। এমনকি বাদ যাচ্ছেন না প্রথম শ্রেণির করোনা যোদ্ধারাও যারা করোনা চিকিতসায় সবচেয়ে সামনে থেকে লড়াই করে চলেছেন সেই চিকিৎকরাও সংক্রমিত তো হচ্ছেনই। এমনকী মৃত্যু ও ঘটছে কারও কারও। এছাড়াও সংক্রমোনের তালিকায় রয়েছেন নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীরাও। এছাড়াও সাধারণ মানুষ তো আকচ্ছার প্রতিদিন সংক্রমণের কবলে পড়ে চলেছেন। আমাদের পড়শি তিন জেলা পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও করোনা সংক্রমণ নিত্য বেড়ে চলেছে হুহুকরে। অন্যান্য জেলাতেও তাই। এই কঠিন অতিমারির মোকাবিলায় রাজ্য সরকার তার সীমিত পরিকাঠামোর মধ্যেও নিরন্তর লড়াই করে চলেছে দৃঢ়তার সঙ্গে। কোভিড চিকিতসায় একটার পর একটা পরিকাঠামো বিস্ত্রিত করে চলেছে এবং পরিস্থিতির সংকট মোকাবিলায় নিজেদের মতো করে লকডাউন করে চলেছে রাজ্য সরকার। সেখানে এই সময়েও কেন্দ্রীয় সরকার চতুর্থ পর্বের আনলক ঘোষনা করে রাজ্য সরকারগুলির নিজেদের মতো করে লকডাউন ঘোষণায় রাশ টান্য ক্ষোভ বাড়ছে রাজ্যগুলির মধ্যে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রকে স্মরে দিয়েছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক আগে ঘোষণা করেছিল রাজ্যগুলি যে যার কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে প্রয়োজন মতো নিজেদের রাজ্যে লকডাউন ঘোষণা করতে পারবে। সেই মতো সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। অথচ পরিস্থিতি যখন রাজ্যে ক্রমশ উদ্বেগজঙ্ক হয়ে উঠছে ঠিক তখনই চতুর্থবারের আনলক নীতি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য গুলিকে জানিয়ে দিয়েছে এবার থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে কোথাও লকডাউন করতে হলে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে স্বভাবতই এই নিয়ে ফের সংঘাত উভয়পক্ষের। মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন, কোভিড পরিস্থিতি কোথায় কি আকাশ থেকে বোঝা যায় না। রাজ্য এবং জেলাগুলিই তা ভালো জানে। সুতরাং কেন্দ্রের উচিত এই নিয়ে সঙ্ঘাত নয় রাজ্যগুলির সঙ্গে সবদিক থেকে সহযোগিতা করা। এটাই যুক্তরাষ্ট্রীয় নীতি।