Home » রাজনিতি তে নতুন জার্নি শুরু “রজনিকান্ত”

রাজনিতি তে নতুন জার্নি শুরু “রজনিকান্ত”

by Soham Maity
0 comments

Rajinikanth in politics

Rajinikanth and Others At The Inauguration of MGR Statue

আরও পড়ুন ঃফের নারায়ণগড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ,বোমাবাজির অভিযোগ

দীর্ঘ দিনের জল্পনা ছিল রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে । দক্ষিনি সুপার স্টার রজনিকান্ত কোন দলের হয়ে রাজনিতি তে আস্তে চলেছে ? কিন্তু সমস্ত জল্পনা তে জল ঢেলে দিয়ে “ থালাইভা’” জানান ২০২১ এ নিজের পার্টি নিয়ে ময়দানে নামছেন তিনি। ৩১ ডিসেম্বরই করবেন আনুষ্ঠানিক ঘোষণা। 

“আন্না”কে বহুদিন ধরেই রাজনিতিতে এবং মুক্ষমন্ত্রির  আসনে দেখতে চায় তার আনুরাগিরা । তাই গোটা তামিলনাড়ু রাজ্যে কাট আউট আর পোস্টারে ভরিয়ে দিয়েছে ভক্তমণ্ডলী।

জল্পনার সুত্রপাত ২০১৭ তে, যখন রজনিকান্ত জানায় তিনি রাজনিতিতে নামতে চলেছেন। কোন রাজনৈতিক দল থেকে,  সেটা গোড়াতে ঘোষণা না করলেও এমনও  শোনা গিয়েছিল তিনি বিজেপিতে যোগ দান করেছেন। পরে শোনা যায় শরীর স্বাস্থ্যর কারনেই দল গঠনের কথা তিনি ভাবেন নি ।

সোমবার সাংবাদিকদের রজনিকান্ত জানিয়ে দেন, তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে খুব শিগগিরিই জানাবেন। এরপর তিনি ‘রজনী মাক্কাল মণ্ডরম’ -এর সঙ্গে দীর্ঘ বৈঠকও করেন।  তারপরই তিনি নতুন দল আনার ইঙ্গিত দেন। বলেন, ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব।’

টুইট বার্তায় থালাইভা লেখেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরাই জিততে চলেছেন। কোনও ধর্ম বা বর্ণের পার্থক্যা ছাড়াই কাজ করবে তাঁর দল’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Rajinikanth in politics

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.