পত্রিকা প্রতিনিধিঃ করোনার ত্রাসে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনকে হাতিয়ার করে চলছে দোকান লুটপাট। ফের এমনই এক ঘটনা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের খড়াই কোটবাড় এলাকায়। তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউন ঘোষণার পর থেকেই সন্ধ্যায় সমস্ত দোকানপাট বন্ধ থাকে।
আর এরপর সাত সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়কগাছ ব্যবসায়ীদের। এরপর তারা দেখেন ওই বাজারে থাকা মোবাইল, চা দোকান সহ মোট তিনটি দোকানের তালা ভেঙে দোকানের একাধিক মালপত্র লুঠপাটের পাশাপাশি ক্যাশবক্স থেকে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে সাতসকালে চুরির ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করে এলাকার মানুষজন। তবে এই চুরির ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেপুলিশ। এবিষয়ে এক ব্যবসায়ী বলেন , লকডাউনকে উপেক্ষা করে কিছু চোরের দল রাতের অন্ধকারে ৩ টি দোকানের তলা ভেঙে প্রায় নগদ কয়েক হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়।