0
পত্রিকা প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক পাল্টি চন্দ্রকোনায়।রবিবার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ড মুন্ডমালা এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কের ধারে উল্টে যায় একটি ধান বোঝাই ট্রাক,ঘটনায় হতাহতের কোনও খবর নেই।জানাযায়,বাঁকুড়ার সারেঙ্গা থেকে ধান বোঝাই ট্রাকটি চন্দ্রকোনা হয়ে আরামবাগ যাচ্ছিলো।চন্দ্রকোনার মুন্ডমালা এলাকায় রাজ্যসড়কের বাঁকে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়।ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে তা স্বাভাবিক করে।ধান বোঝাই ট্রাকের চালক মদ্যপ ছিলো বলে জানাযায়।ধান খালি করে পাল্টি হওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।