পত্রিকা প্রতিনিধি: আচমকাই গ্রামে ঢুকে তান্ডব বুনো শুয়োরের,তটস্থ গ্রামের মানুষ।ওই বন্য জন্তুর আক্রমণে চোট পেয়েছে গ্রামের কয়েকজন পুরুষ।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামের।বুধবার সকালে সিমলা গ্রামে আচমকাই ঢুকে পড়ে একটি বৃহদাকার বুনো শুয়োর।তান্ডব চালায় গ্রামে,আক্রমণে চোট পেয়েছে গ্রামের ৩ জন পুরুষ।শেষে ক্ষিপ্ত জনতার রোষে মারা যায় জন্তুটি।জনতার তাড়া খেয়ে গ্রামের পেছনের খালের জলে পড়ে যায় জন্তুটি ক্ষিপ্ত জনতা ধাওয়া করে জলে নেমে লাঠিসোঁটা নিয়ে মেরে ফেলে বলে জানাযায়।স্থানীয়দের কথায়,বুধবার সকালের দিকে হঠাৎ সিমলা গ্রামের ভিতরে ঢুকে পড়ে বৃহৎ আকারে বুনো শুয়োরটি।তাকে তাড়াতে গিয়ে সামনে পড়ে জখম করে গ্রামেরই তিনজনকে।গ্রামের পেছনে রয়েছে খাল ওই খালের পাড়ের জঙ্গল থেকেই সম্ভবত গ্রামে ঢুকে পড়ে জন্তুটি।খবর চাউর হতেই প্রচুর মানুষ জুটে গিয়ে জন্তুর পেছনে ধাওয়া করলে খালের জলে পড়ে যায় তখনই বন্য জন্তুটিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে ক্ষিপ্ত জনতা।যদিও এঘটনায় প্রশাসনকে খবর দেওয়া হয়নি বলে জানাযায়।
0