পত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে জল নিকাশি ব্যবস্থা। বারবার স্থানীয় ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হওয়ার পরেও কোনরকম সুরাহা হয়নি। তাই এবারের নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কলপুর গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় ২০বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গডকমলপুর গ্রামের একটি জল নিকাশি। যার ফলে বর্ষার সময় হাটুজল পেরিয়ে পারাপার করতে হয় গ্রামবাসীদের। এমন পরিস্থিতিতে এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন গোটা গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে গ্রামের বিভিন্ন প্রান্তে ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীরা পোস্টার টানিয়ে দেয়। তবে এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়।
তৃণমূল নেতা তিলক কুমার চক্রবর্তী বলেন , ভোট বয়কট এই সমস্ত বিষয় গুলি ঠিক নয়। ২০১১ সালে তৃণমূল সরকার আসার পর গ্ৰামাঞ্চলে রাস্তাঘাট , ড্রেন ও বিদ্যুৎ পরিষেবার যা কাজ ইতিমধ্যে হয়েছে সেটা গত ৪০ বছরে সিপিএম তার শাসন ব্যবস্থাও করতে পারেনি। তাছাড়া এই সরকার রাজ্যে এত কাজ করার পরেও কেউ বা কারা এএ এলাকায় পোস্টার দিয়েছে। তবে এই এলাকায় জলনিকাশী ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছি। তাছাড়া নির্বাচন প্রক্রিয়া চালু হওয়ার কারনে এই মূহুর্তে জল নিকাশী ব্যবস্থা করা সম্ভব নয়। তাছাড়া এলাকার মানুষ যেটা করছে ওটা অন্যায় করছে। তাছাড়া আমরা সকলে তাদের বুঝিয়ে তা প্রতিরোধ করতে পারবেন বলে আশাবাদী তিনি। তিনি আরও, বিজেপি কোথাও কোথাও উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, বিজেপি কোনো কাজে সাধারণ মানুষকে উস্কানি দেয়না। তারা এলাকায় জল নিকাশী ব্যবস্থা করতে পারেনি বলে এমন কথা বলছে।