Road news
আরও পড়ুন ঃ–করোনা যুদ্ধে প্রয়াত স্বাস্থ্যকর্মীর স্ত্রী’র হাতে নিয়োগপত্র, মৃত কৃষকদের পরিবারকে চেক প্রদান ঝাড়গ্রামে
পত্রিকা প্রতিনিধিঃ প্রবল বর্ষণের মধ্যে ওভারলোডিং বালি গাড়ি চলাচলের ফলে শুক্রবার গুড়গুড়িপাল এলাকায় কাঁচা মাটির রাস্তা বসে বিপত্তি। মেদিনীপুর ঝাড়গ্রাম (ভায়া ধেড়ুয়া) রাস্তায় তৈরি হয় যানজট।
গুড়গুড়িপালে একটি নতুন সেতু তৈরীতে বাইপাস রাস্তা রয়েছে যাতায়াতের জন্য। বৃষ্টিতে মাটি নরম, তার উপর ওভারলোডিং বালি চলাচলে রাত্রি সকাল পর্যন্ত ছিল লাইন। বহু বালি গাড়িকে জেসিবি দিয়ে ঠেলে তুলতে হয়েছে। গাড়ি ও গাড়ির চালক-খালাসিদের চিৎকারের শব্দে রাত্রে ঘুম না হওয়ায় অতিষ্ঠ স্থানীয়রা। বালি গাড়ি চলাচল করলে নিত্যদিন এই সমস্যা বলে জানান স্থানীয়রা। যানজটে সমস্যায় পড়েন অন্যান্য যাত্রীরা।
একদিকে যখন রাজ্যে চলছে করোনা মোকাবিলায় বিধিনিষেধ, তখন রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে। অভিযোগ, পুলিশ প্রশাসনের মদতেই চলছে বালি পাচার। এইভাবে ওভারলোডিং বালি গাড়ি যাতায়াতে বর্ষায় বেহাল রাস্তা। জেলার অন্যত্রে যখন প্রায় বন্যার চিত্র। ঠিক সেই সময় কংসাবতী নদী গর্ভ থেকে জেসিবি দিয়ে এই বালি তোলায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদী সংলগ্ন কৃষি জমিও ধসে পড়ার আতঙ্ক রয়েছে। সারারাত্রি ধরে গাড়ির জ্যাম ছাড়াতে উপস্থিত ছিল গুড়গুড়িপাল থানার পুলিশ। জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ বলেন, প্রায় অভিযান চলে। অবৈধ ভাবে বালি তোলা হলে ভূমি দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore