Vidyasagar University
আরও পড়ুন ঃ–সরকারি হাসপাতালে শিশু মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা, পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনায় চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধি: বন্যা পরিস্থিতির জেরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) পিছিয়ে দেওয়া হল স্নাতক (Under Graduate)ও স্নাতকোত্তরের (post Graduate) পরীক্ষা। আজ সোমবার থেকে ষষ্ঠ সেমেস্টারের (Sixth Semester) পরীক্ষার সূচি নির্ধারিত ছিল। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পাঁচ দিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। গত রবিবার এই নিয়ে জরুরী বৈঠকেও বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের (Purba and Paschim) বহু এলাকায় বন্যা পরিস্থিতির জেরে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয় স্নাতকস্তরের ষষ্ঠ সেমেস্টার ও স্নাতকোত্তরের শেষ সেমেস্টারের পরীক্ষা। এতে দুর্যোগ পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন না অনলাইন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হতে পারে এসব ভেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা পেছনোর সিদ্ধান্ত নিয়েছেন । বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, “‘রাজ্যে অতিবৃষ্টির ফলে এখনও অনেক জায়গায় জল জমে রয়েছে। অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। তাই ছাত্রছাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া সোমবারের পরিবর্তে শুক্রবার থেকে পরীক্ষা শুরু হবে’। আগস্ট মাসের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে , তাই রবিবার বাদ দিয়ে সব দিনই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এনিয়ে রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে নোটিস দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore