Dilip’s comment in Potashpur
আরও পড়ুন ঃ–চাষা ও চাওয়ালা বাড়ির ছেলেদের বিজেপি নেতা তৈরি করে,আর তৃণমূলের মধ্যে নেতা শুধু কালীঘাটেই হয়ঃ দিলীপ
পত্রিকা প্রতিনিধি: রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকে দিলীপ ঘোষের পদযাত্রায় পা মেলালেন অসংখ্য মানুষ। এই দিন প্রতাপদিঘী থেকে আড়গোলায় ব্রিজ পর্যন্ত পদযাত্রা হয়। তাঁর আগে প্রতাপদিঘীকে পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকার সহ রাজ্য প্রশাসনের উপর তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূলের সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে পরিচিত আড়গোয়াল সহ একাধিক এলাকা, সেখানে রবিবার দাপিয়ে বেড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূলি আতঙ্ককে উপেক্ষা করে বিজেপির মহামিছিলে পা মেলায় অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন জেলা বিজপির সভাপতি অনুপ চক্রবর্তী ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক নেতৃত্ব। প্রসঙ্গত দিন কয়েক দিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা ঘুরে এবং নানান কর্মসূচি করছে বিজেপি নেতৃত্ব,সেই কারণেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করছে বিজেপি নেতৃত্ব।
দিলীপ ঘোষের পথসভা এভাবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভায় পরিনত হবে তা পুলিশ প্রশাসন থেকে বিজেপি নেতৃত্বকে অবাক করে দিয়েছে। প্রতাপদিঘীতে পথসভা ও মিছিলে মানুষের জনজোয়ার দেখে আপ্লুত দিলীপ ঘোষ।মিছিল শেষে প্রতাপদিঘীতে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রশাসনকে একহাত নেন দিলীপ ঘোষ। রাজ্যের পুলিশকে হিজড়া বলে কটাক্ষ করেন তিনি বলেন তৃণমূলের লোকজন বিজেপির ওপর হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে, আমার গাড়ি দশবারের বেশি ভেঙেছে, পশ্চিমবঙ্গের এই হিজড়া পুলিশ দিয়ে কি হবে ?
পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন কিছু পুলিশ অফিসার আছে, চামচাগিরি করে, এখনও সময় আছে শুধরে যান, আপনারা যে ইউনিফর্ম পরেন তা জনগনের ট্যাক্সের টাকায়, ওটা আপনার বাপের বা তৃণমূলের জমিদারি টাকায় নয়। পুলিশের কেউ যদি রাতে রেট করতে আসে তাঁকে ধরে গাছে বেঁধে রাখবেন জল খেতে দেবেন না। সকালবেলা গ্রামের লোক তাঁর বিচার করবে। আমাদের পয়সায় তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ, এমনই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dilip’s comment in Potashpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore