A few hours before the CM’s meeting
আরও পড়ুন ঃ–মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও মেডিক্যাল হাসপাতালে ক্যাথল্যাব গড়ে না ওঠায় ক্ষোভ
পত্রিকা প্রতিনিধি: আজ সোমবার মেদিনীপুর কলেজ মাঠে প্রকাশ্য সভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই উপলক্ষ্যে মেদিনীপুর শহরে গতকাল সন্ধ্যায় পৌঁছে রাত্রিবাস করেন সার্কিট হাউসে।রবিবার পর্যন্ত শহরের কোনো জায়গায় শুভেন্দু অধিকারীর ব্যানারের না দেখা মিললেও সোমবার সকাল সকাল মেদিনীপুরের এল.আই.সি মোড়, লাইব্রেরী রোড সহ একাধিক জায়গায় দেখা গেল শুভেন্দু অধিকারীর ফ্লেক্স।
মুখ্যমন্ত্রীর কাট আউট বা ফ্লেক্সের পাশেই বা নীচে দেখা গেল শুভেন্দু-র ব্যানার। সেই ব্যানারে লেখা রয়েছে ‘মেদিনীপুরের ভুমিপুত্র শুভেন্দু অধিকারী’। মুখ্যমন্ত্রীর সভা শুরুর ঠিক কয়েক ঘন্টা আগেই শহর জুড়ে এমন ছবি দেখা মেলায় উত্তেজনা আরো বেড়ে গেল।মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগেই মেদিনীপুর শহর থেকে সরিয়ে ফেলা হয়েছিল শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানারগুলি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে অলিগলিতে মুড়ে ফেলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার হোর্ডিং ব্যানারে।
রবিবার রাত পর্যন্ত শহরের কোথাও শুভেন্দু অধিকারী পোস্টার ব্যানার বা ফ্লেক্স দেখা না গেলেও সোমবার সকালে শহরের এলআইসি মোর লাইব্রেরি রোড সহ একাধিক জায়গায় চোখে পড়ল শুভেন্দু অধিকারী পোস্টার ও ব্যানার ।বিশেষ সূত্রের খবর অনুযায়ী মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর এই সভায় শুভেন্দু অধিকারীর পাশাপাশি থাকছেন না অধিকারী পরিবারের কোনো সদস্যই কারণ শুভেন্দু অধিকারীর মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ তার উপরে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর পায়ে অস্ত্রোপচার হয়েছে ফলে তিনি সভায় যাবেন না বলে জানিয়েছেন অন্যদিকে শুভেন্দুর ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী দিল্লিতে রয়েছেন ফলে তারও এই সভায় থাকার সম্ভাবনা নেই । সোমবার সকাল থেকে মেদিনীপুর শহর জুড়ে শুভেন্দু অধিকারীর ব্যানার লাগানোকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
A few hours before the CM’s meeting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore