Mysterious death
আরও পড়ুন ঃ–নন্দীগ্রামে বেগম হারছে, বিকাশ জিতছে বললেন শুভেন্দু
পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে দ্বিতীয় দফা নির্বাচন শুরু হতেই ফের উত্তপ্ত হাইভোল্টেজ নন্দীগ্রাম। সাতসকালে উদয় দোবে নামের এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার
নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া এলাকায়।
জানা গিয়েছে, ভেকুটিয়া পূর্বের ২৮ নম্বর বুথের বাসিন্দা উদয় দোবে। বেশ কয়েকদিন ধরেই বিজেপির হয়ে প্রচার করছিলেন তিনি। অভিযোগ, তৃণমূলের স্থানীয় কর্মীরা এর জন্যে তাঁকে বেশ কয়েকবার হুমকি দেয়। সম্প্রতি কয়েকদিনের জন্য বাড়িও ছা়ড়তে হয় তাঁকে। এ দিন ভোররাতে উদয় দোবে শৌচালয়ে যাওয়ার জন্য নিজের ঘর থেকে বেরোন। এরপর ঘণ্টাখানেক হওয়ার পরেও না ফেরায় তাঁকে খুঁজতে ঘর থেকে বেরোয় পরিবারের লোক। সেই সময়ে ওই শৌচালয়েই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
তবে এই ঘটনার পর এলাকাবাসীরা ভিড় করেন ওই বিজেপি কর্মীর বাড়িতে। আর বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয় পুলিশ আসার পরে। অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে চার ঘণ্টার বেশি সময় নিয়েছে, গ্রাম। তবে ঠিক কী কারণে ঘটল এই ঘটনা, কারা এর সঙ্গে জড়িত, তৃণমূলের চাপের মুখেই কি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন উদয় দোবে, সব প্রশ্নের উত্তর চাইছে এলাকার মানুষ। বিজেপি কর্মীদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বিজেপি বলছে এই ঘটনা নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত ভাবে খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশিয বলা হচ্ছে তাঁকে ক্রমাগত ভয় দেখানো হচ্ছিল। তৃণমূল যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, পারিবারিক অশান্তিতেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mysterious death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore